Categorically India’s Population: জনসংখ্যায় চিনকে ছাপিয়ে শীর্ষস্থানে ভারত, জানাল রাষ্ট্রপুঞ্জ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 19, 2023 | 3:09 PM

Most Populous Country in World: জনসংখ্যার (Population) নিরিখে চিনকে (China) ছাপিয়ে গলে ভারত (India)। বর্তমানে বিশ্বে সবথেকে বেশি জনবহুল দেশ হল ভারত। রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের মোট জনসংখ্যা হল ১৪২.৮ কোটি।

Categorically Indias Population: জনসংখ্যায় চিনকে ছাপিয়ে শীর্ষস্থানে ভারত, জানাল রাষ্ট্রপুঞ্জ
জনসংখ্যায় প্রথম ভারত

Follow Us

নয়া দিল্লি: বিশ্বের সবথেকে জনবহুল দেশ হিসেবে পরিচিত ছিল চিন। তবে চিনের থেকে এবার সেই স্থান ছিনিয়ে নিল ভারত। জনসংখ্যার নিরিখে চিনকেও টেক্কা দিল। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনবহুল দেশ হল ভারত। চিনের থেকে প্রায় ২৮ লক্ষ (২.৮ মিলিয়ন) বেশি জনসংখ্যা ভারতের। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। বুধবার রাষ্ট্রপুঞ্জের পপুলেশন ফান্ড (United Nations Population Fund) একটি নথি প্রকাশ করেছে। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের জনসংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৪২.৮ কোটি। আর চিনের বর্তমান জনসংখ্যা ১৪২.৫ কোটি। অর্থাৎ চিনের থেকে ভারতের জনসংখ্যা প্রায় ২৮ লক্ষ বেশি। আর জনসংখ্যার নিরিখে চিনের পরেই তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৪ কোটি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকেই এই রিপোর্ট তৈরি হয়েছে।

চিনকে ছাপিয়ে গেল ভারত:

১৯৫০ সালে রাষ্ট্রপুঞ্জ সব দেশের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে একটি রিপোর্ট প্রকাশ করে শুরু করে। সেই ১৯৫০ সাল থেকে শুরু করে ২০২৩ সাল অবধি, এই প্রথম চিনকে ছাপিয়ে গেল ভারতের জনসংখ্যা।

ইউএনএফপিএ-র রিপোর্টে বলা হয়েছে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে, ১৮ শতাংশের বয়স ১০-১৯ বছরের মধ্যে, ২৬ শতাংশের বয়স ১০-২৪ বছরের মধ্যে, ৬৮ শতাংশের বয়স ১৫-৬৪ বছরের মধ্যে এবং ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।

চিনের ক্ষেত্রে এই পরিসংখ্যান ১৭ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ, ৬৯ শতাংশ ও ১৪ শতাংশ। অর্থাৎ চিনে ৬৫ বছরের বেশি বয়সের জনসংখ্যা প্রায় ২০ কোটি (২০০ মিলিয়ন)। তবে বৃদ্ধ-বৃদ্ধাদের গড় বয়সের ক্ষেত্রে ভারতের থেকে চিন অনেকটাই এগিয়ে। চিনে মহিলারা প্রায় ৮২ বছর অবধি এবং পুরুষদের ক্ষেত্রে তা ৭৬। রিপোর্ট অনুযায়ী, ভারতে এই বয়স যথাক্রমে ৭৪ ও ৭১ বছর।

ভারতের জনসংখ্যাগত সুবিধা

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে জনসংখ্যা বৃদ্ধিত দেশের অর্থনীতিতে সুবিধা হয়েছে। ইউএনএফপিএ তে ভারতের প্রতিনিধি আন্দ্রেয়া ওজনার বলেন, “উপভোক্তা-চালিত দেশীয় অর্থনীতির উন্নয়নে দেশের তরুণ জনসংখ্যা একটি প্রধান ফ্যাক্টর হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বিশাল সুযোগ নিয়ে আসবে।”

জনসংখ্যা বৃদ্ধির হার কমছে

গোটা বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই ভারত ও চিনের জনসংখ্যা। তবে এই দুই দেশেই জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। চিনের ক্ষেত্রে এই অধোগতি ভারতের থেকে অনেকটাই বেশি। সরকারি নথি অনুযায়ী, ২০১১ সাল থেকে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২ শতাংশ। যেখানে তার আগের ১০ বছর এই হার ছিল ১.৭ শতাংশ। এদিকে চিনে গত বছর প্রায় ৮৫০,০০০ জনসংখ্যা কমেছে। ১৯৬১ সাল থেকে এই প্রথম এত হারে জনসংখ্যা কমেছে ড্রাগনের দেশে।

Next Article