India-Pakistan: সীমান্তে মুখোমুখি ভারত-পাকিস্তান! চলল বৈঠক, হঠাৎ কী নিয়ে হল আলোচনা?
India-Pakistan: এক সেনা আধিকারিক জানাচ্ছেন, সীমান্ত ব্যবস্থাপনার জন্য এই রকম বৈঠকের হামেশাই আয়োজন করা হলেও, এই বৈঠকে বিশেষ কিছু দিককে তুলে ধরা হয়েছে সেনা তরফে। সূত্রের মোতাবেক, বৃহস্পতির বৈঠকে অনুপ্রবেশ, যুদ্ধবিরতি ভঙ্গ-সহ বেশ কিছু অভিযোগ তোলা হয় পাক সেনার বিরুদ্ধে।

শ্রীনগর: মুখোমুখি বৈঠকে ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ছিল দুই দেশের সেনা কমান্ডারদের বিশেষ বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সীমানা ব্যবস্থাপনা দুই দেশের সেনার মধ্যে এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার হয়ে গেল বৈঠক। লাইন অব কন্ট্রোলের চাক্কান দা বাঘ পয়েন্টে আয়োজন হয়েছিল বৈঠকের। অনুপ্রবেশ থেকে জঙ্গি হানা একাধিক বিষয়েই হয়েছে আলোচনা।
এক সেনা আধিকারিক জানাচ্ছেন, সীমান্ত ব্যবস্থাপনার জন্য এই রকম বৈঠকের হামেশাই আয়োজন করা হলেও, এই বৈঠকে বিশেষ কিছু দিককে তুলে ধরা হয়েছে সেনা তরফে। সূত্রের মোতাবেক, বৃহস্পতির বৈঠকে অনুপ্রবেশ, যুদ্ধবিরতি ভঙ্গ-সহ বেশ কিছু অভিযোগ তোলা হয় পাক সেনার বিরুদ্ধে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুই দেশের নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা নিয়ে একই রকম ভাবে আয়োজন হয়েছিল বিশেষ বৈঠক।
প্রসঙ্গত, পয়লা এপ্রিলই লাইন অব কন্ট্রোলের কৃষ্ণ ঘাঁটি সেক্টরে ল্যান্ডমাইন বিস্ফোরণের পরই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সেই প্রসঙ্গে একটি বিবৃতিও জারি করা হয়েছিল ভারতীয় সেনা তরফে। সেই বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান সেনার টহলদারির সময় কৃষ্ণ ঘাঁটি সেক্টরে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। যার জেরে দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে। এদিনের বৈঠকে পুনরায় সেই চুক্তি ভঙ্গের কথাই তুলে ধরে ভারতীয় সেনা।
