India’s Daily COVID-19 Cases: সংক্রমণের হার বাড়লেও সামান্য উন্নতি করোনার রেখাচিত্রে, একদিনেই আক্রান্ত ২ লক্ষ ৫৮ হাজার
India's Daily COVID-19 Cases: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ হাজার ২০৯-এ। দেশের ২৯টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ।
নয়া দিল্লি: কিছুটা হলেও উন্নতি হল দেশের করোনা সংক্রমণের (COVID-19) রেখাচিত্রে। এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার মানুষ।একদিনেই সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ হাজার ২০৯-এ। দেশের ২৯টি রাজ্যেই ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ।
হঠাৎ পতন দৈনিক সংক্রমণে:
গতকালই দৈনিক সংক্রমণে বৃদ্ধি হয়েছিল। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২ লক্ষ ৭১ হাজার ২০২ -এ। তার একদিনের মধ্যেই সংক্রমণ কমে দাঁড়াল ২ লক্ষ ৫৮ হাজার ৮৯-তে। অর্থাৎ গত ২৪ ঘণ্টাতেই দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭৩ লক্ষে।
বাড়ছে সক্রিয় রোগী:
দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৫৬ হাজার ৩৪১। দেশের মোট সংক্রমণের ৪.৪৩ শতাংশই সক্রিয় রোগী। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও, দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ১৬ শতাংশ থেকে বেড়ে ১৯.৬৫ শতাংশে দাঁড়িয়েছে। সাপ্তাহিক সংক্রমণও বৃদ্ধি পেয়ে ১৪.৪১ শতাংশে পৌঁছেছে।
অন্যদিকে, দেশে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫১ হাজার ৭৪০ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫২ লক্ষ ৩৭ হাজার ৪৬১-এ। বর্তমানে সুস্থতার হার ৯৪.২৭ শতাংশ।
৮ হাজার পার করল ওমিক্রন আক্রান্ত:
করোনার পাশাপাশি দেশে ওমিক্রন সংক্রমণও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০৯। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগীর খোঁজ মিলেছে মহারাষ্ট্রে, সেখানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৭৩৮। দিল্লি, গুজরাটকে টপকিয়ে এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্য়ে বর্তমান ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬৭২। দেশের ২৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট।
রাজ্যগুলিতে সংক্রমণের রেখাচিত্র:
করোনার আগের দুটি ঢেউয়ের মতো এবারও সবথেকে বিপযর্স্ত মহারাষ্ট্রই। সেখানে একদিনেই ৪১ হাজার ৩২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৯ জনের। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ লক্ষ ১১ হাজার ৮১০-এ। একদিনেই নতুন করে ৮ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৩৮-এ।
অন্যদিকে, দিল্লিতে রবিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৮৬ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। রাজ্যে সংক্রমণের হারও ৩০.৬৪ শতাংশ থেকে কমে ২৭.৮৭ শতাংশে কমে দাঁড়িয়েছে।
পশ্চিমবঙ্গেও কিছুটা কমেছে সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৯০.৪৯ শতাংশ। পজিটিভিটি রেট ২৭.৭৩ শতাংশ।
মৃত্যু হারে শঙ্কা:
করোনা সংক্রমণের ওঠানামা লেগে থাকলেও কয়েকটি রাজ্যের দৈনিক মৃত্যুহারে কিছুটা উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টাতেই কেরলে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। অন্যদিকে পশ্চিমবঙ্গেও ৩৬ জনের মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান এই মৃত্যুহারের পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দফতরগুলি।