নয়া দিল্লি: প্রতিদিন বেড়েই চলেছে দেশের করোনা সংক্রমণ (COVID-19)। এদিন ফের কিছুটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৭৭ জন। মার্চের মাঝামাঝি সময়ের পর এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। একদিনে ৬০ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৭২ হাজার ১৭৬।
গতকালই তিন হাজারের গণ্ডি পার করেছিল দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সামান্য বেড়ে ৩৩৭৭-এ পৌঁছয়। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৮২১। এই নিয়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০১-এ। বর্তমানে দেশে মোট আক্রান্তের ০.০৪ শতাংশ সক্রিয় রোগী। অন্যদিকে, একদিনেই ৬০ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৭৫৩-এ বেড়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে যে ৬০ জনের মৃত্যুর খবর মিলেছে, তার মধ্যে ৪২ জনই কর্নাটকের বাসিন্দা। এছাড়া কেরলে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। দিল্লি ও মহারাষ্ট্রতেও গত একদিনে দুইজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৪৯৬ জন, এই নিয়ে দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার ৬২২ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। দেশের দৈনিক সংক্রমণের হার ০.৭১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৬৩ শতাংশ।
রাজ্যভিত্তিক সংক্রমণের নিরিখে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলছে দিল্লি থেকেই। বর্তমানে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা ৫২৫০। রাজ্যে সংক্রমণের হার ৪.৬২ শতাংশ।
আরও পড়ুন: Bihar Crime: বাড়ি ফিরতে নারাজ স্ত্রী, শ্যালিকাকে নিয়েই চম্পট দিলেন যুবক!