India’s Daily COVID-19 Cases: একদিনেই প্রায় ৭ শতাংশ বাড়ল সংক্রমণ, ১ লক্ষ ৭২ হাজারে পৌঁছল দৈনিক আক্রান্তের সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 03, 2022 | 11:23 AM

India's Daily COVID-19 Cases: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন।

Indias Daily COVID-19 Cases: একদিনেই প্রায় ৭ শতাংশ বাড়ল সংক্রমণ, ১ লক্ষ ৭২ হাজারে পৌঁছল দৈনিক আক্রান্তের সংখ্যা
ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: সামান্য হলেও ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ (COVID-19)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন, যা গতকালের তুলনায় ৬.৮৪ শতাংশ বেশি। একদিনেই মৃত্যু হয়েছে ১০০৮ জনের। দেশে সংক্রমণের হারও কিছুটা বৃদ্ধি পেয়েছে, গতকাল যেখানে সংক্রমণের হার ছিল ৯.২৬ শতাংশ, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১০.৯৯ শতাংশে।

ফের হাজার পার করল মৃতের সংখ্যা:

দেশে দৈনিক সংক্রমণ কিছুটা বাড়লেও, উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা নিয়েই। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজারে পৌঁছেছে, সেখানে মৃতের সংখ্যা একদিনেই ১০০৮-এ পৌঁছেছে।  এর মধ্যে কেরল থেকেই ৫০০ জনের মৃত্যু হয়েছে। তবে কেরলের মৃতের তালিকারল মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। বিগত দু-একদিনে ১৩৬ জনের মৃত্যুর নথিও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা যথাযথ নথির কারণে আটকে ছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা সংশোধন করে ৩৩৫টি মৃত্যুর নথিও দাখিল করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৯৮৩-তে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যাও  বেড়েছে ৪ কোটি ১৮ লক্ষ ৩ হাজার ৩১৮-এ।

কমল সক্রিয় রোগীর সংখ্যা:

ওমিক্রনের দাপটে গত বছরের শেষভাগ থেকে সংক্রমণের যে উর্ধ্বমুখী হার দেখা গিয়েছিল, তা ধীরে ধীরে কমছে। ফলে সক্রিয় রোগীর সংখ্য়াও হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১। মোট আক্রান্তের সংখ্যার ৩.৬৭ শতাংশ সক্রিয় রোগী। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.৯৯ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ১২.৯৮ শতাংশ।

অন্যদিকে, দেশে সুস্থতার হারও উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৯৭ লক্ষ ৭০ হাজার ৪১৪-এ। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৫.১৪ শতাংশ।

রাজ্যভিত্তিক সংক্রমণ:

দেশের মূলত ৫টি রাজ্য থেকেই অধিকাংশ আক্রান্তের খোঁজ মিলছে. দেশের মোট সংক্রমণের ৩০ শতাংশেরই খোঁজ মিলছে কেরল থেকেই। গত ২৪ ঘণ্টাতেই কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১৯৯ জন। এরপরেই রয়েছে কর্নাটক, সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫০৫ জন। তামিলনাড়ুতেও একদিনে ১৪ হাজার ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৭ জন। তবে বাণিজ্যনগরী মুম্বইতে ফের কিছুটা সংক্রমণ বেড়েছে। দুদিনের ব্যবধানের পর ফের দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করেছে, একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১১২৮ জন।

এদিকে দিল্লিতে আরও কমেছে সংক্রমণ। একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। সংক্রমণের হার ৫ শতাংশের নীচে নেমে এসেছে।

আরও পড়ুন: Rahul Gandhi: ফের কেন্দ্রকে খোঁচা, বিতর্ক উসকে ‘অমর জওয়ান জ্যোতি’র ভিত্তি প্রস্থর স্থাপন করবেন রাহুল

Next Article