PM Modi in Surat: বিহারের মানুষ জাতপাত নয়, বিকাশে বিশ্বাসী: মোদী
Modi in Surat: প্রতি বছর বিহার থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক পৌঁছে যান গুজরাটে। শনির ভাষণে তাঁদের সম্বোধন করতে ভোলেননি মোদী। তাঁদের হাতেই গুজরাটের বিকাশ হয়েছে, আধুনিক গুজরাট গড়ে উঠেছে বলে দাবি প্রধানমন্ত্রীর। পাশাপাশি, বিহারের প্রসঙ্গ তুলে বিরোধী শিবিরের দিকে তিঁর ছুঁড়ে দিয়েছেন তিনি।

সুরাট: জাতপাতের রাজনীতির ‘বিষ’ নয়, বরং মানুষের মধ্য়ে তৈরি হয়েছে বিকাশের ‘গ্রহণযোগ্যতা’। সুরাটে গিয়েও বিহারের জয় নিয়ে আপ্লুত মোদী। ধরা পড়ল প্রতি কথায়। নিজের মাটি থেকে কংগ্রেসের দিকে তির বিঁধলেন তিনি। তুলে ধরলেন ওয়াকফ প্রসঙ্গও।
সুরাট সফরে মোদী
৯ হাজার ৭০০ কোটি টাকা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কাজে গুজরাটের শহর সুরাটে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালেই সুরাট বিমানবন্দরে নামেন তিনি। তারপর সেখান থেকে সরাসরি পৌঁছে যান অন্তোলিতে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশনে।
বিহার নিয়ে উচ্ছ্বসিত মোদী
গুজরাটে গিয়ে সেখানে বসবাসরত বিহারে বাসিন্দাদেরও শুভেচ্ছা জানান মোদী। এদিন তিনি বলেন, ‘গুজরাটে স্থিতু বিহারের বাসিন্দাদের উদ্দেশে বলতে চাই, এটা আমার কর্তব্য। এত বড় একটা জয়ের পর আপনাদের সঙ্গে দেখা করাই আমার কাজ।’
প্রতি বছর বিহার থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক পৌঁছে যান গুজরাটে। শনির ভাষণে তাঁদের সম্বোধন করতে ভোলেননি মোদী। তাঁদের হাতেই গুজরাটের বিকাশ হয়েছে, আধুনিক গুজরাট গড়ে উঠেছে বলে দাবি প্রধানমন্ত্রীর। পাশাপাশি, বিহারের প্রসঙ্গ তুলে বিরোধী শিবিরের দিকে তিঁর ছুঁড়ে দিয়েছেন তিনি। মহাগঠবন্ধনের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিহারবাসী জাতপাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। রাজ্যের প্রতিটি স্তরের মানুষ এনডিএ-র পাশে দাঁড়িয়েছেন। বিহার মুসলিম লিগ-মাওবাদী পন্থী কংগ্রেসকেও প্রত্যাখ্যান করেছে।’
মোদীর মুখে ওয়াকফ
বিহারের নির্বাচন পূর্বে তেজস্বী দাবি করেছিলেন, মহাগঠবন্ধন ক্ষমতায় এলে ওয়াকফ হতে দেবে না। এবার ২০০ অধিক আসন জিতে সেই ওয়াকফকেই কার্যকর করার ইঙ্গিত দিলেন মোদী। তাঁর কথায়, ‘বিহারের বহু জমি-বাড়ি অবৈধ ভাবে ওয়াকফ সম্পত্তি রূপান্তরিত হয়েছে। এই সব দেখেই আমরা ওয়াকফ আইন নিয়ে আসি। তারপর থেকে গোটা ছবিটাই বদলে যাচ্ছে।’
