Operation Sindoor: অব্যাহত উত্তেজনা, রাতের অন্ধকারেই পাক সেনার ২৬ জায়গায় হামলার ছক বানচাল করল ভারত

India Pakistan Tensions: ফিরোজপুরের হামলায় জখম হয়েছে একটি পরিবার। ইতিমধ্যে তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। মাঝরাতের পাক হামলা বানচাল করে পরিস্থিতি সামাল দিতে সফল হয় ভারত।

Operation Sindoor: অব্যাহত উত্তেজনা, রাতের অন্ধকারেই পাক সেনার ২৬ জায়গায় হামলার ছক বানচাল করল ভারত
পাকিস্তানি ড্রোন হামলাImage Credit source: X

|

May 10, 2025 | 4:45 PM

নয়াদিল্লি: শুক্রবারও অব্যাহত উত্তেজনা। সন্ধে গড়িয়ে রাত ঘন হতেই ‘অশনি সংকেতের’ মতো বেজে উঠল সাইরেন। আকাশজুড়ে দেখা মিলল লাল লাল আগুনের গোলার মতো বস্তু। জম্মু থেকে পঞ্জাব, এদিকে রাজস্থান, সর্বত্র যেন এক ছবি।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার রাতের অন্ধকারে জম্মু-কাশ্মীরের উরি-সহ দেশের মোট ২৬টি জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তানি সেনা। এত ‘মার’ খেয়েও জেদ কমছে না তাদের। ভারতের প্রত্যাঘাত সামাল দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তারপরেও চালিয়ে যাচ্ছে হামলা।

সেনা সূত্রে পিটিআই জানতে পেরেছে, উত্তরে বারামুল্লা থেকে পশ্চিমে ভূজ পর্যন্ত, প্রায় প্রতিটি সীমান্তে, এমনকি নিয়ন্ত্রণ রেখাতেও ড্রোন উড়িয়ে ভারতে ঢুকে পড়ার চেষ্টা চালায় পাকিস্তানি সেনা। তাদের টার্গেটে ছিল শ্রীনগর বিমানবন্দরও। কিন্তু ভারতীয় সেনার সামনে ধোপে টিকতে পারে না পাক অস্ত্র। আবার পালাতে হয় লেজ গুটিয়ে।

জানা গিয়েছে, বারামুল্লা, ভূজ ছাড়াও পঞ্জাবে পাঠানকোট, ফিরোজপুর, অমৃতসর, ভাতিন্ডাতেও ড্রোন হামলা করে পাকিস্তান। আক্রমণ চলে রাজস্থানের যোধপুর, জয়সলমীরেও। পাক সেনা রুখে দিতে পারলেও, কিছু জায়গায় সাময়িক ক্ষতি করেছে তারা। ভারতীয় জওয়ানদের বাগে আনতে না পেরে দেশের নিষ্পাপ নাগরিকদের উপর হামলা চালাতে এক মুহূর্ত চিন্তা করছে না পাকিস্তান।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ফিরোজপুরে পাক ড্রোন হামলার কারণে আহত হয়েছে বেশ কয়েক জন সাধারণ নাগরিক। হামলায় জখম হয়েছে একটি পরিবারের ৩ সদস্য। ইতিমধ্যে তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। মাঝরাতের মধ্যে পাক হামলা বানচাল করে পরিস্থিতি সামাল দিতে সফল হয় ভারত। আবার নজির গড়ে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।