Corona cases in India : চিন্তা বাড়াল দৈনিক মৃতের সংখ্যা, দৈনিক আক্রান্তের ৮২ শতাংশ ৫ রাজ্যে, তালিকায় কারা?

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

May 05, 2022 | 10:39 AM

Corona cases in India : গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের ৮২ শতাংশের বেশি ৫টি রাজ্য থেকে। সবার উপরে রয়েছে দিল্লি। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৩৫৪ জন আক্রান্ত হয়েছেন। যা দেশের মোট আক্রান্তের ৪১.৩৪ শতাংশ।

Corona cases in India : চিন্তা বাড়াল দৈনিক মৃতের সংখ্যা, দৈনিক আক্রান্তের ৮২ শতাংশ ৫ রাজ্যে, তালিকায় কারা?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি : গত কয়েকদিনে উদ্বেগ বাড়িয়েছে করোনার দৈনিক সংক্রমণ (Corona cases in India)। এবার দৈনিক মৃত্যু উদ্বেগ বাড়িয়ে ৫০-র গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। গতকাল মৃত্যু হয়েছিল ৩১ জনের। আগের দিনের চেয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৭৫ জন। আগের দিন যা ছিল ৩২০৫। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ ৯১ হাজার ৩৯৩ জন।

দেশের দৈনিক আক্রান্তের ৮২.৩৬ শতাংশ শুধুমাত্র পাঁচ রাজ্য থেকেই। তালিকায় সবার উপরে রাজধানী দিল্লি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রাম্ত হয়েছেন ১৩৫৪ জন। এরপর রয়েছে হরিয়ানা। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। তালিকায় তৃতীয় স্থানে থাকা কেরলে আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দুই রাজ্যে যথাক্রমে ১৯৮ ও ১৮৮ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০১০ জন। এখনও পর্যন্ত মোট ৪ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার ৬৯৯ জন করোনামুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭১৯। যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে শেষবার ৩০ এপ্রিল ৫০-র গণ্ডি ছুঁয়েছিল দৈনিক মৃত্যু। ওইদিন মৃত্যু হয়েছিল ৫০ জনের। তারপর পরপর চারদিন দৈনিক মৃত্যু ৫০-এর কম ছিল। ফের দৈনিক মৃত্যু ৫০-এর গণ্ডি ছাড়ানোয় উদ্বেগ বাড়ছে। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৯৭৫ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা ভ্যাকসিনের ১৩ লক্ষ ৯৮ হাজার ৭১০ ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিনের ১৮৯ কোটি ৬৩ লক্ষ ৩০ হাজার ৩৬২ ডোজ দেওয়া হয়েছে।

Next Article