COVID-19 Update: এক ধাক্কায় ৪৪ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ, একদিনে করোনায় মৃত্যু ২৯ জনের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 26, 2023 | 10:44 AM

India's COVID-19 Cases: দেশে একদিনেই করোনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায়  দেশে করোনা সংক্রমণ থেকে ১১ হাজার ৯৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

COVID-19 Update: এক ধাক্কায় ৪৪ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ, একদিনে করোনায় মৃত্যু ২৯ জনের
বাড়ছে করোনা সংক্রমণ। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: তিনদিনের স্বস্তির পর ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ (COVID-19)। এক ধাক্কায় ৪৪ শতাংশ বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ (Daily COVID-19 Cases)। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের (Union Health Ministry) তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬২৯ জন। একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু (COVID Death) হয়েছে ২৯ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ৬১০১৩।

চলতি সপ্তাহের শুরু থেকেই বেশ কিছুটা কমতে শুরু করেছিল করোনা সংক্রমণ। মঙ্গলবারই দেশে দৈনিক করোনা আক্রান্ত হয়েছিলেন ৬৯৩৪ জন। তার আগের দিন দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬৩৮০ জন। তবে এদিন এক ধাক্কায় সংক্রমণ বেড়ে ৯ হাজারের গণ্ডি পার করেছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬২৯ জন, যা গতকালের সংক্রমণের থেকে ৪৪ শতাংশ বেশি।

দেশে একদিনেই করোনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায়  দেশে করোনা সংক্রমণ থেকে ১১ হাজার ৯৬৭ জন সুস্থ হয়ে ওঠায়, মোট করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্য়া ৪ কোটি ৪৩ লক্ষ ২৩ হাজার ৪৫-এ পৌঁছেছে।

দেশের ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬-কেই দায়ী করা হয়েছে। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টের প্রভাবেই দেশে দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। তবে এই ভ্যারিয়েন্ট ওতটাও প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে।

যে রাজ্য়গুলির সংক্রমণ সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে, তার মধ্য়ে শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং একদিনে করোনায় মৃত্য়ু হয়েছে ৬ জনের। বর্তমানে দিল্লিতে সংক্রমণের হার ২২.৭৪ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রেও মঙ্গলবার নতুন করে ৭২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ জনের।

Next Article