নয়াদিল্লি: মার্কিন পডকাস্টারের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর মুখোমুখি সাক্ষাৎকারের পর থেকেই নতুন করে পারদ চড়েছে অধিকৃত কাশ্মীর নিয়ে। যা এখন পৌঁছে গিয়েছে বিশ্ব মঞ্চে। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের শান্তি বৈঠকে ফের একবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তির বিঁধল ভারত।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলকে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্ভাথানেনি হরিশ (Parvathaneni Harish) জানান, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে।’ তাঁর দাবি, উপত্যকা নিয়ে পাকিস্তানের করা সমস্ত দাবি অযৌক্তিক।
এদিন রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ভারতীয় দূতের অভিযোগ, ‘আমরা এটা লক্ষ্য করেছি যে পাকিস্তান বারংবার ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে অযৌক্তিক মন্তব্য করছে। তাদের প্রতিটা দাবি, অবৈধ।’ এরপরই পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে তাঁকে বলতে শোনা যায় যে, ‘পাকিস্তান বছর বছর ধরে জম্মু ও কাশ্মীরের একটা অংশ অবৈধভাবে দখল করে রেখেছে। তারা জেনে রাখুক, ওই এলাকা তাদের ছাড়তেই হবে। আপাতত আমাদের পাকিস্তানের অভিসন্ধিতে পা না দিয়ে বৈঠকের মূল আলোচ্য বিষয়ে ফিরে আসা উচিত।’
প্রসঙ্গত, গত সপ্তাহেই রাইসিনা সংলাপে অধিকৃত কাশ্মীর নিয়ে সরব হয়েছিলেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারপরই দেখা গিয়েছিল, বিদেশমন্ত্রক তরফে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানকে অধিকৃত এলাকা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিতে। সেই বৈঠক থেকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এই বিশ্ব খুব ভাল করেই জানে যে পাকিস্তানে কীভাবে সীমান্তে সন্ত্রাসকে ব্যবহার করে ও সেটিকে মদত জোগায়। এমনকি দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সব থেকে বড় বাধা তারাই। তাদের উচিত বছর বছর ধরে অবৈধ ভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া।’ এবার সেই একই ইস্যু নতুন করে পারদ চড়ল আন্তর্জাতিক মঞ্চেও।