India vs Pakistan: ঋণ নিয়ে ‘ঘি খাওয়া’ পাকিস্তানের টাকার নদীতে বাঁধ দিতে পারে ভারত, চলতি মাসেই হতে পারে বড় পদক্ষেপ

India vs Pakistan: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে চাঙ্গা করার জন্য একাধিক আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করা হয়, যার মধ্যে অন্যতম বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থ ভান্ডারের মতো প্রতিষ্ঠানগুলি।

India vs Pakistan: ঋণ নিয়ে ঘি খাওয়া পাকিস্তানের টাকার নদীতে বাঁধ দিতে পারে ভারত, চলতি মাসেই হতে পারে বড় পদক্ষেপ
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

|

May 03, 2025 | 5:33 PM

নয়াদিল্লি: ঋণ নিয়ে সন্ত্রাস চালানো পাকিস্তানকে বন্দুক ছাড়াই হারানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। সূত্রের খবর, পড়শি দেশকে আবার ‘ধূসর তালিকাভুক্ত’ করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সাউথ ব্লক। এবার হবে তার চেয়ে স্ট্রাইক। অন্যের টাকায় ‘ধনী’ হওয়া পাকিস্তানকে দেবে পহেলগাঁও হামলার মোক্ষম জবাব।

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানকে দেউলিয়া করার পরিকল্পনা চালাচ্ছে নয়াদিল্লি। যাদের থেকে ঘনঘন ঋণ নেয় পড়শি দেশ। এবার সেই দুয়ারগুলি বন্ধ করতে কোমর বেঁধে নেমে পড়েছে ভারত। এই সূত্র ধরে কেন্দ্রীয় আধিকারিকরা কথা বলতে চলেছে বিশ্বের সমস্ত মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলির সঙ্গে।

কী এই মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে চাঙ্গা করার জন্য একাধিক আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করা হয়, যার মধ্যে অন্যতম বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থ ভান্ডারের মতো প্রতিষ্ঠানগুলি। বিপদে-আপদে পাকিস্তান-সহ নানা উন্নয়নশীল দেশই এই সকল প্রতিষ্ঠানগুলির থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে থাকে।

গত সেপ্টেম্বরেই পাকিস্তানের জন্য ৭০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF। একই সময়কালে পড়শি দেশের ৪০০টি প্রকল্পের উন্নয়নের জন্য ৫ হাজার কোটি মার্কিন ডলার বরাদ্দ করে বিশ্ব ব্যাঙ্ক। এমনকি, গত সপ্তাহেও পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে উন্নয়নের জন্য ১০৮ মিলিয়ন ডলার বরাদ্দা করেছে তারা। যা এবার চলতি মাসে থাকা বিশ্ব ব্যাঙ্কের আগামী বৈঠকে বন্ধ করার জন্য আবেদন জানানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। ওয়াকিবহাল মহলের দাবি, ভারতের আবেদন যদি মেনে নেয় বিশ্ব ব্যাঙ্ক কিংবা IMF। তবে পাকিস্তানের শিরে সংক্রান্তি দশা হবে। কার্যত, দেউলিয়া হয়ে যাবে গোটা দেশ।