NISAR satellite launch: ইসরো-নাসার যৌথ উদ্যোগে পাড়ি দিচ্ছে ‘প্রাণরক্ষাকারী স্যাটেলাইট’, ‘গর্বের দিন’ ভারতের

NISAR satellite launch: এই স্যাটেলাইটের আয়ু ৫ বছর। পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন, কার্বন নিঃসরণের পর্যবেক্ষণ করবে। পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে গুরুত্বপূর্ণ ও নিখুঁত তথ্য ইসরো-কে পাঠাবে 'নিসার'।

NISAR satellite launch: ইসরো-নাসার যৌথ উদ্যোগে পাড়ি দিচ্ছে প্রাণরক্ষাকারী স্যাটেলাইট, গর্বের দিন ভারতের
বুধ বিকেলে মহাকাশে পাড়ি দেবে নিসারImage Credit source: ISRO

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 30, 2025 | 1:19 PM

নয়াদিল্লি: ইতিহাসের দোরগোড়ায় ইসরো (ISRO)। ইসরো ও আমেরিকার ‘নাসা’-র যৌথ উদ্যোগে ঐতিহাসিক অভিযানের আর কয়েকঘণ্টা বাকি। বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে মহাকাশে উড়ে যাবে ‘নিসার’ স্যাটেলাইট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV-16 রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

ইসরো ও নাসার যৌথভাবে নির্মিত প্রথম আর্থ অবজারভেশন স্যাটেলাইট হল নিসার (নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার)। ‘নিসার’ ইতিহাসের সবচেয়ে দামি আর্থ অবজারভেশন স্যাটেলাইট। খরচ পড়েছে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। নিসার-এ দুটি ভারী পে-লোড থাকছে। একটি ভারতের, অপরটি আমেরিকার।

এই স্যাটেলাইটের আয়ু ৫ বছর। পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ভূমিকম্প, জলবায়ুর পরিবর্তন, কার্বন নিঃসরণের পর্যবেক্ষণ করবে। পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে গুরুত্বপূর্ণ ও নিখুঁত তথ্য ইসরো-কে পাঠাবে ‘নিসার’। প্রাকৃতিক দুর্যোগের আগে কিংবা জলবায়ু পরিবর্তনের মতো জরুরি তথ্য আগাম হাতে পাবে ভারত।

ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, ভবিষ্যতে ভারত-ই মহাকাশ অভিযানে নেতৃত্ব দেবে। ‘নিসার’ তারই একটা ধাপ। আজ ভারতের আরও একটা গর্বের দিন, বললেন ইসরো চেয়ারম্যান। ‘নিসার’-কে ‘প্রাণরক্ষাকারী স্যাটেলাইট’ বলেও উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে ১৯৭৫-এ ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের স্মৃতি মনে করিয়ে তিনি বলেন, “সেদিন রাশিয়ার সাহায্যে ভারত প্রথম স্যাটেলাইট ‘আর্যভট্ট’ পাঠায়। আজ ভারত নেতৃত্ব দিচ্ছে অভিযানের।”