ভোপাল: মধ্য প্রদেশের জনসভা থেকে ইন্ডিয়া জোটের উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মধ্য প্রদেশের সাগর জেলার একটি জনসভা থেকে বিরোধী জোটকে অহঙ্কারী জোট বলে কটাক্ষ করেছেন। সনাতন ধর্মেকে বিরোধী জোট ধ্বংস করতে চাইছে বলেও অভিযোগ মোদীর। এই জোট সনাতন ধর্মের জন্য বিপজ্জনক বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই তামিলনাড়ুরম মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন ‘সনাতন ধর্মকে নির্মূল’ করার ডাক দিয়েছিলেন। স্ট্যালিনের দল ডিএমকে ইন্ডিয়া জোটের সদস্য। সেই প্রেক্ষিতেই নরেন্দ্র মোদী এই আক্রমণ শানালেন বলে মত রাজনৈতিক মহলের।
বিরোধী জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ওরা মুম্বইয়ে সম্প্রতি বৈঠক করেছে। আমি মনে হয় রাজনৈতিক কৌশল এবং অহঙ্কারী জোট কী ভাবে চালানো হবে তা নিয়ে আলোচনা করেছে। গোপন অ্যাজেন্ডা নিয়েও তাঁদের সিদ্ধান্ত হয়েছে। সেই কৌশল হল ভারতের সংস্কৃতিকে আক্রমণ করা। তাঁরা ভারতীয়দের বিশ্বাসকে শেষ করে দিতে চায়। যে বিশ্বাস ভারতে হাজার হাজার বছর ধরে একতা দিয়েছে।”
এর পরই সনাতন ধর্মের উপর আঘাত নিয়ে ইন্ডিয়া জোটকে একহাত নিয়েছেন মোদী। বলেছেন, “সনাতন ধর্মের উপর খোলাখুলি আক্রমণ করছে বিরোধীরা। এই সনাতন ধর্মকে মুছে দিতে চায় এরা।” সনাতন ধর্মকে বাঁচানোর ডাক দিয়ে দেশের সনাতনীদের সজাগ হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে যাঁরা ভালবাসেন তাঁদেরকে ‘সনাতন বিরোধীদের’ থেকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
সনাতন ধর্মের প্রসঙ্গে মোদীর মুখে উঠে এসেছে মহাত্মা গান্ধী থেকে ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের নাম। মোদী দাবি করেছেন, ভারতীয় জীবনে সনাতন ধর্মের যে গুরুত্ব রয়েছে, তা মহাত্মা গান্ধীও অনুধাবন করেছিলেন বলে জানিয়েছেন মোদী। এমনকি স্বামী বিবেকানন্দ থেকে লোকমান্য তিলক এই সনাতন ধর্ম থেকেই উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। ইন্ডিয়া জোট ভারতে ‘ব্রিটিশের গোলামি’ ফিরিয়ে আনতে চায় বলেও এ দিন দাবি করেছেন নরেন্দ্র মোদী।