PM Modi on Hostage Release: দু’বছর পর মিলল মুক্তি! ‘শান্তির দূত’ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদী

PM Modi: উল্টে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট সম্মেলনে যোগ দিয়েছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। যা ঘিরে বিস্তর জল্পনা। কেন গেলেন না মোদী? কাকে এড়িয়ে যেতে চাইছেন তিনি? এই প্রশ্ন তুলেছেন অনেকেই। বেশির ভাগে মুখে ফুটে উঠেছে ট্রাম্পের নাম। কিন্তু সোমের রাতে করা এই পোস্ট সেই জল্পনাগুলিতে জল ঢালল বললেই চলে। 

PM Modi on Hostage Release: দুবছর পর মিলল মুক্তি! শান্তির দূত ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

|

Oct 13, 2025 | 8:58 PM

নয়াদিল্লি: গাজ়ার আকাশে এখন ‘শান্তির মেঘ’। নতুন করে স্বপ্ন বোনারও পালা। ‘গাজা শান্তি চুক্তি’র মাধ্যমে থেমেছে যুদ্ধ। গুলি-বোমাবাজির এখনও পর্যন্ত কোনও বালাই নেই। ধীরে ধীরে সরানো হবে সেনা। ইতিমধ্যেই মুক্ত করে দেওয়া হয়েছে পণবন্দিদের। সোমবার বন্দি ইজরায়েলিদের ছেড়ে দিল প্যালেস্তাইনের সশস্ত্র হামাস বাহিনী। ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা শান্তি চুক্তি’ অনুযায়ী, এবার ইজরায়েলের পালা। আটক হামাস বাহিনীর সদস্য ও প্য়ালেস্তাইনের সাধারণ নাগরিকদেরও মুক্ত করতে তাঁদের। আর এই আবহে ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার সন্ধ্য়ায় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘দু’বছর যুদ্ধের পর অবশেষে সমস্ত পণবন্দিদের মুক্ত করে দেওয়া হয়েছে। এনাদের স্বাধীনতা আসলেই তাঁদের পরিবারের জন্য একটা বড় অধ্যায় ছিল। আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনেক শুভেচ্ছা জানাই। মধ্য়-প্রাচ্যের ওই অংশে শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকাও অপরিসীম।’

সোমবার ইজরায়েল-প্যালেস্তাইনে শান্তি স্বার্থে মিশরের একটি শহরে গাজা শান্তি সম্মেলন নামে একটি আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আমেরিকা, মিশর-সহ মোট ২০টি দেশের রাষ্ট্রপ্রধানকে এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই আমন্ত্রণ পেয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু তিনি সেখানে যাননি। উল্টে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট সম্মেলনে যোগ দিয়েছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। যা ঘিরে বিস্তর জল্পনা। কেন গেলেন না মোদী? কাকে এড়িয়ে যেতে চাইছেন তিনি? এই প্রশ্ন তুলেছেন অনেকেই। বেশির ভাগে মুখে ফুটে উঠেছে ট্রাম্পের নাম। কিন্তু সোমের রাতে করা এই পোস্ট সেই জল্পনাগুলিতে জল ঢালল বললেই চলে।