India on USA: ২৫ শতাংশ শুল্ক! সঙ্গে ট্রাম্পের দেগে দেওয়া ‘পেনাল্টি’, এবার পাল্টা মুখ খুলল ভারতও

India on USA: কেন্দ্র সরকারের তরফে জারি করা বিবৃতিতে পরিষ্কার বলা হচ্ছে, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের বিবৃতি সরকার লক্ষ্য করেছে। সরকার এর প্রভাব সম্পর্কেও বিশ্লেষণ করতে শুরু করেছে।

India on USA: ২৫ শতাংশ শুল্ক! সঙ্গে ট্রাম্পের দেগে দেওয়া ‘পেনাল্টি’, এবার পাল্টা মুখ খুলল ভারতও
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Jul 30, 2025 | 11:58 PM

নয়া দিল্লি: ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে ভারতকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল প্ল্যাটফর্ম ইতিমধ্যেই এ ঘোষণা করে দিয়েছেন। সঙ্গে থাকবে একটা পেনাল্টি, সেই পেনাল্টি কতটা উল্লেখ করেননি ট্রাম্প। তা নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে দেশ তথা বিশ্বজুড়ে, তখন চুপ করে থাকল না ভারতও। 

কেন্দ্র সরকারের তরফে জারি করা বিবৃতিতে পরিষ্কার বলা হচ্ছে, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের বিবৃতি সরকার লক্ষ্য করেছে। সরকার এর প্রভাব সম্পর্কেও বিশ্লেষণ করতে শুরু করেছে। ওই বিবৃতিতেই লেখা হচ্ছে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা, দর কষাকষি করে যাচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। 

এখানেই শেষ নয়, বিবৃতিতে কেন্দ্রের তরফে আরও লেখা হচ্ছে, ‘সরকার দেশের কৃষক, উদ্যোগপতি, ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের রক্ষার উপর সবথেকে বেশি জোর দেয়। জাতীয় স্বার্থ যাতে সুরক্ষিত থাকে তার জন্য সরকার সকল পদক্ষেপ করবে যেমনটা ব্রিটেনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি-সহ অন্যান্য চুক্তির ক্ষেত্রে হয়েছে।’   

এদিকে ট্রাম্প আবার পেনাল্টির কারণ হিসাবে ট্রাম্প যদিও উল্লেখ করছেন রশিয়া থেকে সামরিক অস্ত্র এবং জ্বালানি কেনার প্রসঙ্গ। মনে করাচ্ছেন, সেই সময়ে জ্বালানি কেনার কথা যখন সবাই রাশিয়াকে ইউক্রেনের ওপর আক্রমণ করতে বিরত থাকতে বলছিল। লিখছেন, “ভারত নিজেদের সামরিক অস্ত্রের অধিকাংশটাই রাশিয়ার থেকে কিনেছে। রাশিয়ার থেকে সবথেকে বড় শক্তি ক্রেতাও চিন ও ভারত।” যা দেখে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, ঘুরপথে রাশিয়ার উপর রাগটাও ভারতের উপর দিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। এমতাবস্থায় ভারতের প্রতিক্রিয়ার পর ফের পাল্টা আমেরিকা কিছু বলে কিনা সেটাই দেখার।