বিনামূল্যে প্রতিবেশী দেশগুলিকে টিকা দেবে কেন্দ্র! বরাত পেল ভারত বায়োটেক

ফিলিপিনস, মায়ানমার ও মরিশাসকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। সূত্র মারফত এমনই খবর পেয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

বিনামূল্যে প্রতিবেশী দেশগুলিকে টিকা দেবে কেন্দ্র! বরাত পেল ভারত বায়োটেক
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 19, 2021 | 6:48 PM

হায়দরাবাদ: বাংলাদেশে পৌঁছতে চলেছে ২০ লক্ষ কোভিশিল্ডের ডোজ়। এমতাবস্থায় ভারত বয়োটেকের কাছে আরও ৪৫ লক্ষ কোভ্যাকসিন ডোজ়ের বরাত পাঠাল কেন্দ্র। শর্ত সাপেক্ষে দেশে অনুমোদন পেয়েছে কোভ্যাকসিন (Covaxin)। অর্থাৎ কোভ্যাকসিন প্রাপকরা ‘ক্লিনিক্যাল ট্রায়াল মোডের’ অধীনে করোনা টিকা পাবেন। তাদের ট্রায়ালের অংশ হিসাবেই ধরা হবে। কিন্তু এই ৪৫ লক্ষ কোভ্যাকসিনের সম্পূর্ণটাই দেশের মানুষ পাবেন না। একটা বড় পরিমাণে টিকা যাবে বিদেশে।

৪৫ লক্ষ ডোজ়ের মধ্যে ৮ লক্ষ করোনা প্রতিষেধক যাবে প্রতিবেশী দেশগুলির কাছে। ফিলিপিনস, মায়ানমার ও মরিশাসকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। সূত্র মারফত এমনই খবর পেয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ভারত বায়োটেকের ৫৫ লক্ষ করোনা প্রতিষেধক ডোজ় এর আগে বিজয়ওয়াড়া, গুয়াহাটি, পটনা, দিল্লি, বেঙ্গলুরু, চেন্নাই, ভুবনেশ্বর ছাড়াও বিভিন্ন শহরে পৌঁছেছে।

আরও পড়ুন: বাংলাদেশকে টিকা ‘উপহার’ দিচ্ছে ভারত! এখনও খালি হাত পাকিস্তানের

এর আগে সরকারকে বিনামূল্যে ১৬ লক্ষ ৫০ হাজার করোনা ডোজ় দিয়েছে ভারত বায়োটেক। তিন দিন হল দেশে করোনা টিকাকরণ শুরু হয়েছে যার ফলে টিকা পেয়েছেন ৩ লক্ষ ৮০ হাজার মানুষ। এর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৫৮০ জনের শরীরে। যদিও বেশির ভাগের ক্ষেত্রেই পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত সামান্য। টিকা নেওয়ার ২৪ ঘন্টা পরে প্রাণ হারিয়েছেন ২ জন। তবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মৃত্যুর সঙ্গে টিকার সম্পর্ক নেই।