‘২১-এর ডিসেম্বরের মধ্যেই টিকা পাবেন সব ভারতীয়’, বড় ঘোষণা কেন্দ্রের

May 28, 2021 | 3:54 PM

আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে সব ভারতীয়কে টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javdekar)।

২১-এর ডিসেম্বরের মধ্যেই টিকা পাবেন সব ভারতীয়, বড় ঘোষণা কেন্দ্রের
প্রতীকী চিত্র।

Follow Us

নয়া দিল্লি: চলতি বছরের শেষে সব ভারতীয় টিকাপ্রাপ্ত হবেন। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javdekar)। এ দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরোধিতার জবাব দিতে গিয়েই এই ঘোষণা করেন তিনি। জাভড়েকর বলেন, ‘রাহুলজির যদি এতোই চিন্তা, তাহলে উনি কংগ্রেস শাসিত রাজ্যগুলোর দিকে মন দিন। ওই সব রাজ্যে টিকাকরন সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না।

‌এ দিনই মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ১৩০ কোটি ভারতীয়ের মাত্র ৩ শতাংশ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন। সেই সমালোচনার মুখে জবাব দিয়েই জাভড়েকর অভিযোগ করেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলো ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে টিকাকরণ সঠিকভাবে করছে না।

শুক্রবার রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রকাশ জাভড়েকর। তিনি জানান ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে ২১৬ কোটি ডোজ ভ্যাকসিন। আর তার ফলে, ১০৮ কোটি মানুষ ভ্যাকসিন নিতে পারবেন। সাফল্যের সঙ্গে প্রত্যেক নাগরিককে টিকা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: করোনা চিকিৎসা সংক্রান্ত সামগ্রীতে ছাড় নিয়ে বৈঠক জিএসটি কাউন্সিলের, দাম কমতে পারে কী কী পণ্যের?

বিরোধীদের কড়া জবাব দিতে মন্ত্রী বলেন, ‘প্রথমে তো কংগ্রেসের ভ্যাকসিনের ওপর বিশ্বাসই ছিল না। অনেকে একে বিজেপি ভ্যাকসিনও বলেছেন। আপনারাই করোনা ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন।’ এ দিন ভ্যাকসিন নিয়ে আঙুল তুলে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।

এ দিন রাহুল গান্ধী মোদীকে ‘ইভেন্ট ম্যানেজার’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নিয়ে কোনও সুপরিকল্পনা নেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একজন ইভেন্ট ম্যানেজার। উনি একটা সময় একটা ইভেন্ট নিয়ে ভাবনা-চিন্তা করেন।’

Next Article