India Pakistan Tension: ‘যথাসময়ে জানতে পারবেন…’, এক্সে ইঙ্গিতপূর্ণ পোস্ট বায়ুসেনার

India Pakistan Tension: কথা দিয়েও কথা রাখেনি পাকিস্তান। সংঘর্ষ বিরতি চুক্তি ঘোষণা করার ৩ ঘন্টার মধ্যে রাতের অন্ধকারে ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলা চালায় পাক সেনা। সেই আবহেই ইঙ্গিত পূর্ণ পোস্ট ভারতীয় বায়ু সেনার।

India Pakistan Tension: যথাসময়ে জানতে পারবেন..., এক্সে ইঙ্গিতপূর্ণ পোস্ট বায়ুসেনার
Image Credit source: Joan Valls/Urbanandsport/NurPhoto via Getty Images

May 11, 2025 | 2:21 PM

কথা দিয়েও কথা রাখেনি পাকিস্তান। সংঘর্ষ বিরতি চুক্তি ঘোষণা করার ৩ ঘন্টার মধ্যে রাতের অন্ধকারে ভারতের একাধিক জায়গায় ড্রোন হামলা চালায় পাক সেনা। চলে মারাত্মক গুলির লড়াই। যদিও সেই সব বেশিরভাগ চেষ্টাই ব্যর্থ করেছিল ভারতীয় সেনা। তবে এবার সেই আবহেই ইঙ্গিত পূর্ণ পোস্ট ভারতীয় বায়ু সেনার।

এক্স মাধ্যমে রবিবার দুপুরে একটি পোস্ট করে ভারতীয় বায়ু সেনা। সেই পোস্টে তাঁরা লেখে, “ভারতীয় বিমান বাহিনী (IAF) অপারেশন সিঁদুরে অর্পিত সব দায়িত্ সফল, নির্ভুল এবং পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে। জাতীয় উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সুচিন্তিত এবং বিচক্ষণতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়েছে।”

এখানেই শেষ নয় বায়ুসেনা আরও লেখে, “যেহেতু অভিযান এখনও চলছে, তাই যথাসময়ে একটি বিস্তারিত ব্রিফিং করা হবে। IAF সকলকে জল্পনা এবং ভুয়ো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে।”

অর্থাৎ ভারত-পাক অস্থিরতা নিয়ে ছড়ানো ভুয়ো তথ্যে বার বার করে কান দিতে বারণ করছে সেনা থেকে প্রশাসন। এবার সেই একই সুর শোনা গেল বায়ুসেনার পোস্টেও।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ৭ মে মধ্যরাতে ভারত লঞ্চ করেছিল অপারেশন সিঁদুর। ভারতীয় বায়ুসেনার বীর জওয়ানরা পাকিস্তানে ঢুকে ধ্বংস করে এসেছিল ৯ জঙ্গি ঘাঁটি। তারপর থেকেই শুরু হয়েছে সরাসরি দ্বন্দ্ব। পাকিস্তানের একের পর হামলার চেষ্টাকে ব্যর্থ করেছে সেনা। উলটে ভারতের আঘাতে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা পাকিস্তানের।

শনিবার পাকিস্তানের অনুরোধে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে যায় দুই দেশ। কিন্তু ৩ ঘণ্টার মধ্যে ফের রাতের অন্ধকারে হামলা চালায় পাকিস্তান। সকালে পঞ্জাবের অমৃতসর থেকে উদ্ধার হয় বহু অস্ত্রশস্ত্রও। সেই আবহেই বায়ুসেনার এই পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা। মনে রাখা ভাল, অপারেশন সিঁদুর কিন্তু এখনও জারি আছে।