
নয়া দিল্লি: যত দিন গড়াচ্ছে, ততই সীমান্তে বাড়ছে উত্তেজনা। আকাশপথে ইতিমধ্যেই পাকিস্তানের জন্য নো এন্ট্রি জারি করেছে ভারত। পাকিস্তানও একই কাজ করেছে। সীমান্তে পাক খাচ্ছে পাকিস্তানি যুদ্ধবিমান। এবার পাকিস্তানকে চাপে ফেলতে বড় পদক্ষেপ করল ভারত। আনা হল উচ্চ ফ্রিকোয়েন্সির জ্যামার।
ভারত-পাক সীমান্তে পাক খাচ্ছে পাকিস্তানের যুদ্ধবিমান NEW SAAB 2000-based Airborne Early Warning and Control (AEW&C)। এই যুদ্ধবিমানকেই আকাশ প্রতিরক্ষায় পাঠিয়েছে পাকিস্তান। এফ-১৬ সহ একাধিক পাকিস্তানের যুদ্ধবিমানকেও পাক খেতে দেখা গিয়েছে।
ভারতও হাত গুটিয়ে থাকার পাত্র নয়। ইতিমধ্যেই হাসিমারা, আম্বালার এয়ারবেস থেকে উড়েছে রাফালে। সীমান্তে পাকিস্তানের জারিজুরি কৌশলকে আটকে দিতে এবং যুদ্ধবিমানে থাকা ফ্রিকোয়েন্সি যাতে সমস্যায় পড়ে, তার জন্য ভারতীয় সীমানায় মোতায়েন করা হল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি উচ্চ ফ্রিকোয়েন্সির জ্যামার সিস্টেম।
জ্যামারের কাজই হল, বিমানের ফ্রিকোয়েন্সিকে আটকে দেওয়া। জ্যামার থাকলে বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়বে, আকাশে বিভ্রান্ত হয়ে পাক খেতে হবে। সীমান্তে এই উচ্চ ফ্রিকোয়েন্সির জ্যামার নিয়ে যাওয়ায় পাক বায়ুসেনা আকাশপথে অনেকটাই বিপাকে পড়বে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।