
শ্রীনগর: পহেলগাঁওয়ে হামলা চালানো সন্ত্রাসবাদীরদের এখনও কোনও হদিশ পায়নি ভারতীয় সেনা। তবে ল্যাজের ঠিকানা না মিললেও, মাথাদের শেষ করেছে ভারত। এখন শুধু হাতে পাওয়া বাকি বৈসরনে সেদিন ঢুকে পড়ে সন্ত্রাসবাদীদের। আর সেই সূত্র ধরেই উপত্যকার নানা জায়গায় চলছে তল্লাশি অভিযান।
মঙ্গলবারও প্রতিদিনের মতো তল্লাশি অভিযানে বেরিয়ে পড়ে সেনা। কিন্তু তারপরই বিপত্তি। মুখোমুখি জঙ্গিরা। চলছে গুলির লড়াই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গুপ্তচরদের থেকে খবর পেয়ে কাশ্মীরের সোপিয়ানের সুকরু কেল্লরে তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী। চরের দেওয়া খবর ঠিক হয়। সেখানেই লুকিয়ে ছিল এক দল সন্ত্রাসবাদী। যাদের হদিশ পেতেই গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। প্রাণ বাঁচাতে সেনাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসবাদীরাও।
তবে কোনও এনকাউন্টার হয়েছে কি না বা গোটা অভিযানে কোনও জওয়ান আহত হয়েছেন কি না, সেই নিয়ে আনুষ্ঠানিক ভাবে সেনা তরফে এখনও তথ্য পাওয়া সম্ভব হয়নি। এই প্রতিবেদনটি যখন লেখা হয়েছে, সেই মুহূর্তেও গুলির শব্দ সোপিয়ান থেকে পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, খতম হয়েছে এক জঙ্গিও।
উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাস নাশকতার বদলা নিয়েছে ভারত। গত ৭ই মে বৈসরনে স্বামী হারানো প্রতিটা মহিলার সিঁদুরের দাম সুদে-আসলে বুঝে নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নামে সেনা। উড়িয়ে দেওয়া হয় পাক মদতপুষ্ট একাধিক জঙ্গি ঘাঁটি। বাছাই করে পাক-অধিকৃত কাশ্মীর, পঞ্জাব ও সিন্ধ প্রদেশে ‘প্রিশিসন অ্যাটাক’ চালায় ভারতীয় বায়ুসেনা। খতম হয় শতাধিক জঙ্গি। তবে এখনও অধরা বৈসরনে হামলা চালানো সেই লস্করের ছায়া সংগঠন TRF-এর জঙ্গি সদস্যরা। তাদের হাতে পেতেই চলছে তল্লাশি অভিযান।