
নয়া দিল্লি: ধর্মের ভিত্তিতে বেছে-বেছে ছাব্বিশ জনকে খুন। পহেলগাঁও হামলা নিয়ে নিন্দার ঝড় গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বার্তা দিয়েছেন কাউকে রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রীর সেই কড়া বার্তা পাওয়ার পরই প্রস্তুত তিন সেনা (স্থল-নৌ-বায়ু)। ইতিমধ্যেই জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেনা সাতজন জঙ্গির বাড়ি ভেঙে দিয়েছে। পাশাপাশি তল্লাশি অভিযান চালিয়ে ২ সন্ত্রাসবাদীকে খতম করেছে। এই আবহে জানা যাচ্ছে গোয়েন্দাদের নজরে রয়েছে ১৪ জন জঙ্গি। টিভি ৯-এর হাতে এল সেই রিপোর্টের তালিকা।
জানা যাচ্ছে, এই সময় কাশ্মীরে মোট চোদ্দ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের প্রত্যেকের ঠিকুজি-কুষ্ঠি খুঁজে বের করেছে ভারতীয় সেনা-জওয়ানরা। তাঁরা এও জানতে পেরেছে, সোপোরে একজন লস্কর ই তৈয়বা জঙ্গি এই মুহূর্তে কাশ্মীরে রয়েছে। এছাড়াও সেনাবাহিনীর তৈরি করা এই তালিকা থেকে জানা যাচ্ছে, সেনাবাহিনীর তৈরি তালিকায়,অবন্তীপোরায় একজন জইশ-ই-মহম্মদ সংগঠনের জঙ্গি সক্রিয় রয়েছে। পাশাপাশি,পুলওয়ামায় লস্কর-ই-তৈবা এবং জইশের দু’জন জঙ্গি লুকিয়ে আছে। সোপিয়ানে একজন হিজবুল এবং চারজন লস্কর-ই-তৈবা সংগঠনের জঙ্গি রয়েছে। অনন্তনাগে দু’জন হিজবুল সংগঠনের সন্ত্রাসী রয়েছে। ভারতীয় সেনা এদের যাবতীয় তথ্য ইতিমধ্যেই জানতে পেরেছে।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ের জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটে শুক্রবার। এছাড়াও আদিল গুরে ও আসিফ শেখের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাতভর অভিযান চলে কাশ্মীরের পুলওয়ামার বিভিন্ন জায়গায়। দুই সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। সোপিয়ানের চোটিপোরায় লস্কর জঙ্গি শাহিদ আহমেদ কুট্টের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এই কুট্টে অন্তত ৩-৪ বছর ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর।