Indian Army: দেশীয় অস্ত্রেই কুপোকাৎ পাকিস্তান! বিবৃতিতে সব জানাল সেনা

Indian Army: বিবৃতিতে জানানো হয়েছে, এই পুরো অপারেশনে ওএএস একে, পেচোরা ও এলএলএডি গান ব্যবহার করা হয়েছে। এছাড়া দেশে তৈরি আকাশ মিসাইল সিস্টেমের কথাও উল্লেখ করা হয়েছে।

Indian Army: দেশীয় অস্ত্রেই কুপোকাৎ পাকিস্তান! বিবৃতিতে সব জানাল সেনা
বড় অ্যকশনে সেনা?Image Credit source: twitter

May 14, 2025 | 9:34 PM

সীমান্ত পার না করেই পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গিঘাঁটি বিপর্যস্ত করেছে ভারত। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, প্রত্যাঘাতের সময় বিশেষ কৌশল নিয়েছিল ভারত। আঘাত করা হয়েছে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে। সীমান্ত পার না করেই সামরিক অভিযান চালানো হয়েছে। আর এই পুরো অভিযানে বড় ভূমিকা ছিল দেশে তৈরি প্রযুক্তির।

ভারতীয় সেনার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ড্রোন হামলাই হোক বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার- অপারেশন সিঁদুরে ভারতের আত্মনির্ভরতা প্রকট হয়েছে। এক মাইলস্টোন ছুঁয়েছে ভারত।

গত ৭ ও ৮ মে তুমুল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত-পাক সীমান্তে। ভারতের জলন্ধর, ভাতিন্ডা, ভূজ, লুধিয়ানা, আদমপুর সহ একাধিক সামরিক ঘাঁটিতে আঘাত করার চেষ্টা করে পাকিস্তান। জবাবে ভারত পাকিস্তানের মাটিতে থাকা এয়ার ডিফেন্স র‌্যাডারে আঘাত করে। লাহোরের একটি এয়ার ডিফেন্স সিস্টেম আঘাত করে ভারত।

বিবৃতিতে জানানো হয়েছে, এই পুরো অপারেশনে ওএএস একে, পেচোরা ও এলএলএডি গান ব্যবহার করা হয়েছে। এছাড়া দেশে তৈরি আকাশ মিসাইল সিস্টেমের কথাও উল্লেখ করা হয়েছে। আর এই সব সিস্টেম ব্যবহার করেই পাকিস্তানের আক্রমণ প্রতিহত করা হয়েছে।

আরও জানানো হয়েছে ভারতের কোনও অস্ত্র বা সিস্টেমের ক্ষতি ছাড়াই পাকিস্তানে প্রত্যাঘাত করা হয়েছে। ড্রোন থেকে গাইডেড মিউনিশন, এগুলি ব্যবহার করে এতটা নিখুঁত আঘাত করতে পেরেছে ভারত। তুরস্কের ড্রোন থেকে শুরু করে পিএল-১৫ মিসাইল- সবই গুঁড়িয়ে দেওয়া হয়েছে দেশীয় অস্ত্রে।

এছাড়া ওই সংঘর্ষে বড় ভূমিকা ছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র। সংস্থার চেয়ারম্যান ভি নারায়নণ জানিয়েছেন, অন্তত ১০ টি স্যাটেলাইট একটানা নজর রাখছে দেশের নিরাপত্তায়। ৭০০০ কিলোমিটার সমুদ্রপাড়ে নজর রাখা হয়।