VIDEO: মুখ পুড়ল লাল ফৌজের, বিদেশের মাটিতেও চিনকে হারাল ভারতীয় সেনা

ঈপ্সা চ্যাটার্জী |

May 29, 2024 | 2:30 PM

Indian Army Vs Chinese Army: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো, যেখানে ভারতীয় ও চিনের সেনাবাহিনীকে দড়ি টানাটানির লড়াই করতে দেখা যায়। সুদানে রাষ্ট্রপুঞ্জের যে শান্তি স্থাপন মিশন রয়েছে, সেখানেই ভারত ও চিনের সেনাকে দড়ি টানাটানি লড়াই করতে দেখা যায়।

VIDEO: মুখ পুড়ল লাল ফৌজের, বিদেশের মাটিতেও চিনকে হারাল ভারতীয় সেনা
ভারতীয় ও চিনা সেনার মধ্যে দড়ি টানাটানি।
Image Credit source: ANI

Follow Us

খারতুম: হেইয়া, হোইয়া…চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ সমর্থন করছেন ভারতকে, কেউ আবার চিনের হয়ে গলা ফাটাচ্ছেন। চিনকে এক চুল জমি ছাড়তে নারাজ ভারতীয় সেনা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জিতল, জানেন? ভারত। তবে এই যুদ্ধ সীমান্তে নয়, বরং শান্তি স্থাপন মিশনেই হয়ে গেল ভারত-চিনের যুদ্ধ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো, যেখানে ভারতীয় ও চিনের সেনাবাহিনীকে দড়ি টানাটানির লড়াই করতে দেখা যায়। সুদানে রাষ্ট্রপুঞ্জের যে শান্তি স্থাপন মিশন রয়েছে, সেখানেই ভারত ও চিনের সেনাকে দড়ি টানাটানি লড়াই করতে দেখা যায়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমে চিন সেনা মাটিতে টিকে থাকলেও, শেষ পর্যন্ত ভারতীয় সেনার কাছেই হার মানতে হয় লাল ফৌজকে। বন্ধুত্বপূর্ণ লড়াই হলেও চিনের কাছে যে হার মানতে নারাজ ভারত, তা প্রমাণ হল আরও একবার। ভারতীয় সেনার তরফেও এই ভিডিয়োর সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পড়শি দেশ হলেও, চিনের সঙ্গে বরাবরই আদায়-কাঁচকলায় সম্পর্ক ভারতের। বিভিন্ন সময়ে চিনা আগ্রাসনের মুখে পড়তে হয়েছে ভারতকে। পাল্টা জবাবও দিয়েছে ভারত। সম্প্রতিই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকাতেও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

Next Article