ভারতীয় সেনাবাহিনী হাতে এবার এল অত্যাধুনিক ড্রোন। নিঃশব্দে আঘাত এনে শত্রুকে নিস্ক্রীয় করতে পারে এই ড্রোন। সেনাবাহিনীর তৈরি নতুন এই ড্রোনের নাম ‘খড়গা কামিকাজে’। বিশেষ করে তদন্তের কাজে এবং সীমান্তে নজরদারির জন্য বেশ কার্যকরী হয়ে উঠবে এই ড্রোন। নতুন এই ড্রোনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দুরন্ত গতিতে ছুটতে পারা এই ড্রোনের ওজন অত্যন্ত কম। কর্মকর্তাদের দাবি প্রতি সেকেন্ডে প্রায় ৪০মিটার গতিতে উড়তে পরে এই ড্রোন।
৭০০ গ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এই ড্রোন। রয়েছে জিপিএস নেভিগেশন সিস্টেম, হাই ডেফিনেশন ক্যামেরা। যদি কোনও এলাকায় ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জ্যামিংয় করা থাকে তা চিড়ে এগিয়ে যাওয়ার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থ। প্রায় দেড় কিলোমিটার দূর থেকে এই ড্রোন হামলা চালাতে পারে শত্রুর উপরে।
অত্যাধুনিক ‘খড়গা কামিকাজে’ ড্রোনটি ‘সুইসাইড ড্রোন’ হিসাবেও পরিচিত। সবচেয়ে বড় কথা নিশ্চুপে আঘাত করতে পারে এই ড্রোন। শত্রু পক্ষের র্যাডারেও ধরা পড়ে না ‘খড়গা’। তাই কখন এসে নিশব্দে হামলা চালাবে তা বোঝাও মুশকিল।
সেনাসূত্রে খবর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপান প্রথম এই ধরনের সুইসাইড ড্রোন ব্যবহার করে।
বিশেষ এই এক একটি ড্রোন তৈরি করতে খরচ পড়ে ৩০ হাজার টাকা।