Indian Economy: শক্তিশালী হচ্ছে ভারতের অর্থনৈতিক ভিত্তি, এই বছরেই ৫০ হাজার কর্মী নিয়োগ করবে SBI, PNB-র মতো ব্যাঙ্ক!

State Bank Of India, Punjab National Bank: সংবাদ সংস্থা সূত্রে খবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো চলতি অর্থবর্ষে প্রায় ৫০ হাজার কর্মী নিয়োগ করবে।

Indian Economy: শক্তিশালী হচ্ছে ভারতের অর্থনৈতিক ভিত্তি, এই বছরেই ৫০ হাজার কর্মী নিয়োগ করবে SBI, PNB-র মতো ব্যাঙ্ক!

Jul 08, 2025 | 12:14 PM

কয়েকদিন আগেই একটা রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং কোম্পানি মর্গ্যান স্ট্যানলি। আর সেই রিপোর্টে বলা হয়েছে, গোটা পৃথিবীর অর্থনীতি আগামী ২ বছরে কিছুটা ধাক্কা খেলেও ভারতের অর্থনীতি কিন্তু তাদের বৃদ্ধি বজায় রাখবে। আর এবার ভারতের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে। বাড়ছে ব্যাঙ্কিং সেক্টরে নিয়োগ।

সংবাদ সংস্থা সূত্রে খবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো চলতি অর্থবর্ষে প্রায় ৫০ হাজার কর্মী নিয়োগ করবে। এর মধ্যে প্রায় ২১ হাজার আধিকারিক পদে নিয়োগ হবে আর বাকি ২৯ হাজার নিয়োগ হতে চলেছে ক্লার্ক বা অন্যান্য পদে। আর এর মধ্যে আধিকারিক ও কর্মী সহ প্রায় ২০ হাজার নিয়োগ করবে শুধুমাত্র স্টেটব্যাঙ্কই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী জনধন যোজনা ও ডিজিটাল ইন্ডিয়া মিশন ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থাকে দারুণভাবে প্রভাবিত করেছে। জনধন যোজনার কারণে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন অনেক মানুষ। সেই ভিড় সামাল দিতে ব্যাঙ্কগুলো কাস্টমার সার্ভিস পয়েন্ট বা গ্রাহক সেবা কেন্দ্র খুলেছে। সেখানে কাজের জন্য কর্মী নিয়েছে ব্যাঙ্কগুলো। এ ছাড়াও তাদের সাহায্যের জন্য রয়েছে ‘ব্যাঙ্ক মিত্র’র মতো মানুষজনও।

এ ছাড়াও ইউপিআই ও ইন্টারনেট বিপ্লবের ফলে বেড়েছে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন। বেড়েছে ব্যাঙ্কগুলোর আয়। একই সঙ্গে বেড়েছে নিয়োগও। ফলে, ধীরে ধীরে যে ভারতের অর্থনীতির ভিত্তি শক্তিশালী হচ্ছে তা বলার আর অপেক্ষা রাখে না।