‘এই জায়গায় ভুলেও পা রাখবেন না’, উত্তাল পরিস্থিতি, জারি হল চরম সতর্কবার্তা

Travel Advisory: ভারতীয় দূতাবাসের তরফে জারি করা হল সতর্কতা। ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হল, একাধিক জায়গা এড়িয়ে চলতে।

এই জায়গায় ভুলেও পা রাখবেন না, উত্তাল পরিস্থিতি, জারি হল চরম সতর্কবার্তা
থাইল্যান্ড-কম্বোডিয়ায় ভ্রমণ নিয়ে সতর্কতা।Image Credit source: Pixabay

|

Jul 26, 2025 | 5:31 PM

নয়া দিল্লি: দিন কয়েকের মধ্যে থাইল্যান্ড বা কম্বোডিয়া ঘুরতে যাচ্ছেন, তবে খুব সাবধান। ভারতীয় দূতাবাসের তরফে জারি করা হল সতর্কতা। ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হল, একাধিক জায়গা এড়িয়ে চলতে। থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘাতের জেরেই এই অ্যাডভাইসরি জারি করা হয়েছে।

কম্বোডিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, “কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে সংঘাত মাথায় রেখে ভারতীয় নাগরিকদের সীমান্তবর্তী এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

যদি কোনও ইমার্জেন্সি বা জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়, তবে ভারতীয় নাগরিকদের কম্বোডিয়ার ফোম পেনে অবস্থিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। কিংবা সরাসরি বিদেশ মন্ত্রকে ইমেল করতে বলা হয়েছে।

এর আগে থাইল্যান্ডে ভারতীয় দূতাবাসের তরফেও সতর্কতা জারি করা হয়েছে। থাইল্যান্ডের ৭টি প্রদেশে  ভ্রমণ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই জায়গাগুলি হল উবন রাতচাথানি, সুরিন, সিসাকেত, বুরিরাম, সা কায়েও, চানথাবুরি ও ট্রাত। এখানে সম্পূর্ণভাবে ভ্রমণ করা এড়িয়ে চলতে বলা হয়েছে। কোথাও যাওয়ার আগে থাইল্যান্ড ট্যুরিজম বা স্থানীয় সংবাদমাধ্যমের আপডেটের উপরে নজর রাখতে বলা হয়েছে।