
নয়া দিল্লি: কাশ্মীরে জঙ্গী হামলার পর বুধবারই তিনবাহিনীকে (জল-স্থল-নৌবাহিনী) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই আবহের মধ্যেই এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় নৌসেনা। আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌবাহিনী। বস্তুত, আরবে সাগরে পাক নৌসেনার মহড়া চলছিল। তার মধ্যেই এবার মিসাইল ফায়ারের মহড়া ভারতেরও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মধুবনী থেকে খানিক আগেই বার্তা দিয়েছিলেন ভারত সর্বশক্তি দিয়ে জঙ্গিদের খুঁজে বের করবে এবং তাদের প্রশ্রয়দাতাদের কড়া শাস্তি দেবে। এই বার্তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই এবার আরব সাগরে মিসাইল ফায়ার করল নৌবাহিনী। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পাক নৌসেনার মহড়ার পাল্টা বার্তা এভাবেই দিল ভারত।
বস্তুত আরব সাগরের উপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য পাকিস্তান এই মহড়া প্রথম শুরু করেছিল। ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে পাক নৌবাহিনীকে তারা আরব সাগরে প্রস্তুত রেখেছে। কিন্তু ভারতীয় নৌ বাহিনী এ দিন কার্যত বুঝিয়ে দিল ওরা আঘাত করলে পাল্টা ভারতও চুপ বসে থাকবে না। আর সেই কারণেই আইএনএস সুরাত থেকে পরপর মিসাইল ফায়ার করা হল। অর্থাৎ নৌসেনা বোঝানোর চেষ্টা করছে ভারতীয় জল সীমান্তে কোনও ভাবেই তাঁরা ফাঁক ফোকড় রাখছে না। এর পাশাপাশি রাফাল এবং সুখোই দুই যুদ্ধবিমানকে নর্দার্ন কমান্ডে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর।
গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, প্রাক্তন বায়ুসেনা কর্তা বলেন, “ভারত তৎপর। উঠে পড়ে লেগেছে পাকিস্তানকে উচিৎ শিক্ষা দিতে হবে। তার জন্য ভারতের নৌসেনা-বায়ুসেনা সকলেই প্রস্তুত। প্রয়োজন পড়লে আমরা ওদের জবাব দেওয়ার জন্য তৈরি। আইএনএস সুরাট থেকে একটা মিসাইল ফায়ার করেছি। এটা একটা ইঙ্গিত-একটা হুমকি। আমাদের সঙ্গে আর ছেলেখেলা চলবে না।”