PNS Ghazi: বঙ্গোপসাগরে খোঁজ মিলল সমাধিস্থ পাকিস্তানি ডুবোজাহাজের

Soumya Saha |

Feb 24, 2024 | 7:11 AM

Indian Navy: ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্জেন্স রেসকিউ ভেইকল (DSRV) সম্প্রতি সন্ধান পেয়েছে বহু বছর আগে ধ্বংস হয়ে যাওয়া পাকিস্তানি সেই ডুবোজাহাজের। কোথায় পাওয়া গেল সেই ভেঙে চুরে তলিয়ে যাওয়া পাকিস্তানি সাবমেরিন? বাংলার উপকূল থেকে খুব বেশি দূরে নয়। পিএনএস গাজির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে ভাইজাগের কাছেই।

PNS Ghazi: বঙ্গোপসাগরে খোঁজ মিলল সমাধিস্থ পাকিস্তানি ডুবোজাহাজের
পিএনএস গাজি
Image Credit source: Twitter

Follow Us

ভাইজাগ: সেই ১৯৭১ সালের কথা। ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। পাকিস্তানি এক সাবমেরিন পিএনএস গাজির সলিল সমাধি করেছিল ভারত। ভারতীয় নৌসেনার দক্ষতায় বঙ্গোপসাগরের বুকেই খণ্ড-বিখণ্ড হয়ে সমাধিস্থ হয়েছিল পাকিস্তানের ওই সাবমেরিন। এবার ৫৩ বছর পর, সেই পাকিস্তানি সাবমেরিনকেই আবার খুঁজে বের করল ভারতীয় নৌসেনা।

ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্জেন্স রেসকিউ ভেইকল (DSRV) সম্প্রতি সন্ধান পেয়েছে বহু বছর আগে ধ্বংস হয়ে যাওয়া পাকিস্তানি সেই ডুবোজাহাজের। কোথায় পাওয়া গেল সেই ভেঙে চুরে তলিয়ে যাওয়া পাকিস্তানি সাবমেরিন? বাংলার উপকূল থেকে খুব বেশি দূরে নয়। পিএনএস গাজির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে ভাইজাগের কাছেই। ভাইজাগের সমুদ্র উপকূল থেকে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যেই পাওয়া গিয়েছে পিএনএস গাজি। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ মিটার গভীরে।

উল্লেখ্য, একাত্তরের যুদ্ধের সময় এই পাকিস্তানি সাবমেরিনের পতনই খেলা ঘুরিয়ে দিয়েছিল অনেকটা। পাকিস্তানি নৌসেনার ৯৩ জনকে নিয়ে বঙ্গোপসাগরের বুকে সলিল সমাধি হয়েছিল পিএনএস গাজির। যা এই ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছিল এবং যা পরবর্তী সময়ে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে অনুঘটকের মতো কাজ করছিল।

ভারতের পূর্ব উপকূলে আইএনএস বিক্রান্তকে ধ্বংস করতে ইসলামাবাদ এই পাকিস্তানি সাবমেরিন পাঠিয়েছিল। করাচি থেকে রওনা দিয়ে ৪ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এদিকে এসেছিল পাকিস্তানি নৌসেনার পিএনএস গাজি। কিন্তু যে মতলবে পাকিস্তান এই ডুবোজাহাজ পাঠিয়েছিল, তা পূরণ হয়নি। তার আগেই ভারতীয় সাবমেরিন আইএনএস রাজপুতের কাছে ধরা পড়ে যায় পাকিস্তানের এই ডুবোজাহাজ। ৫৩ বছর আগে ধ্বংস হয়ে যাওয়া সেই পাকিস্তানি সাবমেরিনের এবার খুঁজে পেল ভারতীয় নৌসেনা।

 

Next Article