Indian Navy: মাঝ সমুদ্রে ‘ট্রেলার’ দেখাল ভারতীয় নৌসেনা, ‘সিনেমা’ শুরু হলে পাকিস্তানের কী হবে?

India-Pakistan War: গত সপ্তাহেও নৌসেনা আরব সাগরে মহড়া করেছিল। লং রেঞ্জের ব্রাহ্মোস অ্যান্টি-শিপ ও অ্যান্টি সারফেস ক্রুজ মিসাইল ছুড়েছিল।

Indian Navy: মাঝ সমুদ্রে ট্রেলার দেখাল ভারতীয় নৌসেনা, সিনেমা শুরু হলে পাকিস্তানের কী হবে?
ক্ষমতা দেখাচ্ছে ভারতীয় নৌসেনা।Image Credit source: X

|

May 03, 2025 | 1:37 PM

নয়া দিল্লি: যেকোনও সময় হামলা চালাতে পারে ভারত। চলছে ঘনঘন মহড়া। এবার পাকিস্তানকে বার্তা দিল ভারতীয় নৌসেনা। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ভারতীয় নৌসেনার হেলিকপ্টারের একসঙ্গে ছবি দিয়ে পাকিস্তানকে জানান দিল নৌসেনার ক্ষমতা কতটা।

শনিবার ভারতীয় নৌসেনার তরফেই এই ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায় মাঝ সমুদ্রে রয়েছে আইএনএস কলকাতা, সামনে স্করপেনে ক্লাস সাবমেরিন। আকাশে উড়ছে ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। এই মহড়াকে ত্রিশক্তি বলেই উল্লেখ করেছে নৌসেনা। জলের মধ্য়ে, উপরে ও নীচ থেকে জবাব দিতে প্রস্তুত তারা, এই বার্তাই দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সময়েই ভারতীয় নৌসেনার এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহেও নৌসেনা আরব সাগরে মহড়া করেছিল। লং রেঞ্জের ব্রাহ্মোস অ্যান্টি-শিপ ও অ্যান্টি সারফেস ক্রুজ মিসাইল ছুড়েছিল।

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ইতিমধ্যেই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে। বন্ধ করেছে আটারি-ওয়াঘা সীমান্তও। পাকিস্তানিদের আর ভিসাও দেওয়া হবে না। ভারতে যে সকল পাকিস্তানি নাগরিক রয়েছে, তাদেরও পাকিস্তানে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহেই সেনাস্তরীয় উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে খোলাছুট দিয়েছিলেন। জঙ্গি হামলার বদলা নেওয়ার এবং নিহতদের বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন মন কি বাত অনুষ্ঠানে। গতকাল গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, সুখোই মিগ বিমান নামিয়েছে ভারতীয় বায়ুসেনা।