
নয়াদিল্লি: জারি হল NOTAM। যেতে পারবে না কোনও অসামরিক বিমান। সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা ঘোষণা করে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারতীয় নৌসেনা। তারা জানিয়েছে, আগামী ৮ই জুন থেকে ১১ই জুন পর্যন্ত বিশেষ মহড়া রয়েছে তাদের।
এই মহড়ার কথা মাথায় রেখেই ওই চারদিনের জন্য আগেভাগেই নোটাম জারি করেছে তারা। অর্থাৎ ওই সময়কালে NOTAM জারি হওয়া সেই নির্দিষ্ট এলাকার আকাশ দিয়ে কোনও অসামরিক বিমান উড়ে যেতে পারবে না। কিন্তু কোথায় এত তোড়জোড় নৌসেনার?
বাহিনী সূত্রে খবর, কর্নাটকের কারওয়ার নৌসেনা ঘাঁটিতে চলবে সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকে উৎক্ষেপণ করা হবে সুপারসনিক মিসাইল। এই কারওয়ার সেনাঘাঁটির গুরুদায়িত্বে রয়েছে INS Kadamba। বলা চলে, এই আইএনএস-এর অস্ত্র সজ্জা এতই আধুনিক যে দেশের সবচেয়ে নিরাপদ স্থলগুলির মধ্যে কারওয়ার অন্যতম।
শুধু তা-ই নয়, কারওয়ার নৌসেনা ঘাঁটির ভৌগলিক অবস্থানও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ঘাঁটি থেকে পাকিস্তানের সবচেয়ে কাছে বন্দরটি হল করাচি। পাশাপাশি, কারওয়ারের ঘাঁটির ৭০০ কিলোমিটার পর থেকে শুরু হয়ে যাচ্ছে পাকিস্তানি জলসীমানা। যেখানে টহল দিয়ে থাকে পাকিস্তানি নৌসেনা। এবার সেই গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া চালাবে ভারতীয় নৌসেনা। অর্থাৎ, শনিবার থেকে পাকিস্তানের সীমানা ঘেঁষে সুপারসনিক মিসাইল ছুড়বে ভারত।