Visa-free Travel: ভারতের পাসপোর্টের জোর! ৫৭টি দেশে বিনা ভিসায় ঘুরতে যেতে পারেন আপনি

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jan 01, 2024 | 4:21 PM

Indian Passport: জাপানকে পিছনে ফেলে সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় উঠে এসে সিঙ্গাপুর। তবে পিছিয়ে নেই ভারতের পাসপোর্টও। ভারতীয় পাসপোর্টের জোরে আজকের দিনে আপনি ৫৭টি দেশে বিনা ভিসায় কিংবা সেখানে পৌঁছে 'ভিসা অন অ্যারাইভাল' ভ্রমণ করতে পারবেন।

Visa-free Travel: ভারতের পাসপোর্টের জোর! ৫৭টি দেশে বিনা ভিসায় ঘুরতে যেতে পারেন আপনি
বিনা ভিসায় ঘুরে আসুন ৫৭ দেশে
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

নয়া দিল্লি: কোন দেশের পাসপোর্টের জোর কত বেশি? সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে হেনলি। তাদের পাসপোর্ট সূচকে ভারত গত বছরের তুলনায় অনেকটা উপরে উঠে এসেছে। হেনলির হিসেবে সিঙ্গাপুরের পাসপোর্টের জোর সবথেকে বেশি। জাপানকে পিছনে ফেলে সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় উঠে এসে সিঙ্গাপুর। তবে পিছিয়ে নেই ভারতের পাসপোর্টও। ভারতীয় পাসপোর্টের জোরে আজকের দিনে আপনি ৫৭টি দেশে বিনা ভিসায় কিংবা সেখানে পৌঁছে ‘ভিসা অন অ্যারাইভাল’ ভ্রমণ করতে পারবেন। ‘ভিসা অন অ্যারাইভাল’ বলতে বোঝায়, যেসব দেশে আগাম ভিসা না করিয়েই যাওয়া যায়। সে দেশের বিমানবন্দরে পৌঁছনোর পর ভিসা করিয়ে নিতে হয়। অর্থাৎ, আগে থেকে ভিসার ঝঞ্ঝাট ছাড়াই আপনি ৫৭টি দেশে ঘুরে নিতে পারবেন ভারতীয় পাসপোর্টের জোরে।

কোন কোন দেশে আপনি বিনা ভিসায় কিংবা আগাম ভিসা ছাড়া ঘুরতে যেতে পারবেন? বার্বাডোজ়, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, ক্যাম্বোডিয়া, কেপ ভার্ডে দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ, ডিবোউটি, ডোমিনিকা, এল সালভাডর, ফিজি, গ্যাবন, গ্রেনেডা, গিনি, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, লাওস, মাকাও, মাদাগাস্কার, মালদ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিটানিয়া, মরিশাস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, ওমান, নিউ, পালাও দ্বীপপুঞ্জ, কাতার, রাওয়ানডা, সামোয়া, সেনেগাল, সেচেলস, সিরিয়া লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টিমর-লেস্টে, টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনেশিয়া, টুভালু, ভানুয়াটু ও জিম্বাবোয়ে।

তবে ১৭৭টি দেশে যেতে ঢোকার জন্য ভারতীয়দের ভিসা প্রয়োজন হচ্ছে। যেমন চিন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে ঢোকার জন্য ভারতীয়দের ভিসা লাগে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাসপোর্টের জোরের দিক থেকে শীর্ষে ছিল জাপান। তবে এবারের তালিকায় জাপানকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টে ১৯২টি দেশে বিনা ভিসায় কিংবা আগাম ভিসা ছাড়াই ঢোকা যায়। এবারের তালিকায় ভারত রয়েছে ৮০তম স্থানে।

Next Article