Railway ticket: রেলযাত্রীদের জন্য বড় উপহার, আজ থেকেই বদলে যাচ্ছে টিকিট কাটার নিয়ম

Railway: সাধারণত স্টেশনগুলিতে গেলেই লম্বা লম্বা লাইন দেখা যায়। সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে ঘণ্টার পর ঘণ্টাও। এই পরিস্থিতিতে রেলের নয়া সিদ্ধান্ত কাজে লাগবে বহু মানুষের। 

Railway ticket: রেলযাত্রীদের জন্য বড় উপহার, আজ থেকেই বদলে যাচ্ছে টিকিট কাটার নিয়ম
ফাইল ছবিImage Credit source: PTI

Apr 01, 2024 | 6:31 PM

নয়ডা: ভারতে রেলযাত্রীর সংখ্যা অনেক বেশি। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনেও বহু মানুষ যাতায়াত করেন। সেই সব যাত্রীদের জন্য বিশেষ খবর। ১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম। যাত্রীদের আরও বেশি সুবিধা দেওয়ার জন্য চালু হল ট
টিকিট কাটার নতুন নিয়ম। ইউপিআই পেমেন্টের মাধ্য়মে এবার থেকে টিকিট কাটা যাবে। ফলে যাত্রীদের টিকিট কাটতে আর কোনও অসুবিধা হবে না।

কিউ আর কোডের মাধ্যমেও টিকিট কাটা যাবে, ইউপিআই-এর মাধ্যমেও কাটা যাবে। ব্যবহার করা যাবে পেটিএম, গুগল পে, ফোন পে-র মতো মাধ্যমগুলি। যাঁরা দীর্ঘক্ষণ ধরে টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটেন, সেই যাত্রীদের জন্য এটা অত্যন্ত স্বস্তির খবর। এই পদ্ধতিতে পকেটে নগদ টাকা না থাকলেও চলবে। থাকবে না খুচরো সংক্রান্ত কোনও সমস্যাও। পাশাপাশি টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা থাকবে বলেও মনে করছে রেল।

সাধারণত স্টেশনগুলিতে গেলেই লম্বা লম্বা লাইন দেখা যায়। সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে ঘণ্টার পর ঘণ্টাও। এই পরিস্থিতিতে রেলের নয়া সিদ্ধান্ত কাজে লাগবে বহু মানুষের।

উল্লেখ্য, সম্প্রতি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৬ সালেই দেশের রেল পথে চলবে প্রথম বুলেট ট্রেন। গুজরাটের সুরাটে চলবে সেই ট্রেন।