Vande Bharat Express: আগামী সোমবার থেকে চালু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, কখন ছাড়বে প্রথম ট্রেন?

Sayanta Bhattacharya | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 11, 2023 | 12:25 PM

Howrah-Puri Vande Bharat Express: হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত এক্সপ্রেসের মতোই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও প্রতিদিন সকালে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং দুপুরে পুরীতে পৌঁছবে। ওই ট্রেনই আবার বিকেলে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে।

Vande Bharat Express: আগামী সোমবার থেকে চালু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, কখন ছাড়বে প্রথম ট্রেন?
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: অপেক্ষার আর চারদিন। অবশেষে চালু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Puri Vande Bharat Express)। সম্প্রতিই হাওড়া থেকে পুরী অবধি এই সেমি-হাইস্পিড ট্রেনের সফল ট্রায়াল রান হয়। এরপরই শোনা যাচ্ছিল, চলতি মে মাসেই চালু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ মে থেকে বহু প্রতিক্ষিত হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে চলেছে। তবে হাওড়া নয়, পুরী বা ভুবনেশ্বর থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ওই দিনই একইসঙ্গে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো পরিষেবারও (Garia-Ruby Metro Service) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

গত বছরের ৩১ ডিসেম্বরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পায় পশ্চিমবঙ্গ। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ওই বন্দে ভারত এক্সপ্রেস বিপুল জনপ্রিয়তা পায়। এরপরই হাওড়া-পুরী রুটে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণা করা হয়। তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র হিসাবে পুরীর বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেয় রেল। সম্প্রতিই সফলভাবে এই ট্রেনের ট্রায়াল রানও সম্পন্ন হয়।

সূত্রের খবর, প্রথম ট্রেনটি হাওড়া থেকে নয়, পুরী বা ভুবনেশ্বর থেকে ছাড়বে প্রথম ট্রেন। দুপুর দেড়টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস এই রুটে প্রথম যাত্রা শুরু করবে।

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত এক্সপ্রেসের মতোই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও প্রতিদিন সকালে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং দুপুরে পুরীতে পৌঁছবে। ওই ট্রেনই আবার বিকেলে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। রেল সূত্রে খবর, নতুন বন্দে ভারত এক্সপ্রেসে চেপে হাওড়া থেকে পুরী যেতে সময় লাগবে প্রায় সাড়ে ৬ ঘণ্টা।

রেলের তথ্য অনুযায়ী, সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছতে সময় লাগবে ৬ ঘণ্টা ২৫ মিনিট। অন্যদিকে, পুরী থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে রওনা দেবে, পৌঁছবে রাত সাড়ে ৮টায়। ফেরার পথে বন্দে ভারতের এক্সপ্রেসের সময় লাগবে ৬ ঘণ্টা ৪০ মিনিট।

হাওড়া ও পুরীর মাঝে খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় স্টপেজ দেবে বন্দে ভারত এক্সপ্রেস। ৫০০ কিলোমিটার এই যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় ৭৭ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩০ কিলোমিটার থাকবে।

Next Article