Arunachal Pradesh Woman Harassed in China: অরুণাচলের যুবতীর পাসপোর্ট কেড়ে নিয়েছিল বেজিং, এবার পাল্টা জবাব দিল ভারত

India-China Relation: ব্রিটেনের বাসিন্দা ভারতীয় নাগরিক পেমা ওয়াংজম থঙ্ডক গত ২১ নভেম্বর লন্ডন থেকে জাপানে যাচ্ছিলেন। সাংহাই বিমানবন্দরে লে-ওভার ছিল। অভিযোগ, সাংহাই বিমানবন্দরের আধিকারিকরা তাঁকে হেনস্থা করে। তাঁর পাসপোর্ট অবৈধ বলা হয় কারণ তাঁর জন্মস্থান অরুণাচল প্রদেশ। তাঁকে কটাক্ষ করা হয়, বলা হয় যে অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয়।

Arunachal Pradesh Woman Harassed in China: অরুণাচলের যুবতীর পাসপোর্ট কেড়ে নিয়েছিল বেজিং, এবার পাল্টা জবাব দিল ভারত
পেমা ওয়াংজম থঙ্ডক।Image Credit source: X

|

Nov 26, 2025 | 4:43 PM

নয়া দিল্লি: ভারতীয় মহিলাকে হেনস্থা চিনের। অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করল তারা। অরুণাচলে জন্ম নেওয়া ওই যুবতীকে সাংহাই বিমানবন্দরে চূড়ান্ত হেনস্থা করা হয়। যুবতীর ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার কড়া জবাব দিল ভারত সরকার।

সম্প্রতিই অরুণাচলের যুবতীকে সাংহাই বিমানবন্দরে শুনতে হয়েছিল যে চিন অরুণাচল প্রদেশকে ভারতের অংশ বলে মানে না। ভারত বেআইনিভাবে এই রাজ্য তৈরি করেছে। এবার চিনকে কড়া বার্তা দিয়ে ভারত সরকার জানাল, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। চিন যতই অস্বীকার করুক না কেন, এই সত্য বদলাবে না।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার বলেন, “অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে অনৈতিকভাবে আটক করার ঘটনা নিয়ে চিনের বিদেশ মন্ত্রকের বিবৃতি আমরা দেখেছি। ওই যুবতীর কাছে বৈধ পাসপোর্ট ছিল। সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে জাপান যাচ্ছিলেন তিনি যখন তাঁকে আটক করা হয়।”

চিনকে স্পষ্ট বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর স্বতঃসিদ্ধ সত্য। চিনের তরফ থেকে যতই অস্বীকার করা হোক, এই সত্য বদলাবে না। চিনের আটক করার ইস্য়ুটি কঠোরভাবে দেখা হবে। চিনা কর্তৃপক্ষ নিজেদের কাজের ব্যাখ্যা করতে পারেনি, যা সরাসরি আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম লঙ্ঘন করেছে। চিনা কর্তৃপক্ষ নিজেদের নিয়মও ভঙ্গ করেছে যা সমস্ত দেশের নাগরিকদের ২৪ ঘণ্টা পর্যন্ত ভিসা ফ্রি ট্রানজিটের সুবিধা দেয়

প্রসঙ্গত, ব্রিটেনের বাসিন্দা ভারতীয় নাগরিক পেমা ওয়াংজম থঙ্ডক গত ২১ নভেম্বর লন্ডন থেকে জাপানে যাচ্ছিলেন। সাংহাই বিমানবন্দরে লে-ওভার ছিল। অভিযোগ, সাংহাই বিমানবন্দরের আধিকারিকরা তাঁকে হেনস্থা করে। তাঁর পাসপোর্ট অবৈধ বলা হয় কারণ তাঁর জন্মস্থান অরুণাচল প্রদেশ। তাঁকে কটাক্ষ করা হয়, বলা হয় যে অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয়। ওই যুবতীর উচিত চিনের পাসপোর্টের জন্য আবেদন করা কারণ জন্মগতভাবে সে চিনা নাগরিক। জাপানের বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় এবং চিন ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইটে উঠতে দেয়নি।  ভারতীয় দূতাবাসে যোগাযোগ করার ১ ঘণ্টার মধ্যে তারা এসে সাহায্য করে এবং চিন থেকে বের করে আনে।

যদিও চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং দাবি করেন যে কোনও মহিলাকে আটক বা হেনস্থা করা হয়নি। আইন-কানুন মেনেই ওই যুবতীর চেকিং করা হয়েছিল।