Indians in Canada: শুধু নিজ দেশ নয়, ভারতীয়রা ‘খেলা ঘোরাচ্ছে’ আরও এক দেশের অর্থনীতিরও

Indians in Canada: কানাডার সঙ্গে সাউথ ব্লকের একটু সম্পর্কের অবনতি ঘটেছে বললেই চলে। কিন্তু তাতে যে ভারতীয়দের কানাডায় পাড়ি দেওয়ায় কোনও প্রভাব পড়েছে এমনটাও নয়।

Indians in Canada: শুধু নিজ দেশ নয়, ভারতীয়রা খেলা ঘোরাচ্ছে আরও এক দেশের অর্থনীতিরও
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Jul 19, 2025 | 11:33 PM

নয়াদিল্লি: গতি পেয়েছে কানাডার অর্থনীতি। নেপথ্যে হাত কার? ভারতীয়দের। সমাজমাধ্যম রেডিটে আপাতত ভাইরাল হয়েছে এমনই একটি পোস্ট। এক ব্যক্তি দাবি করেছেন, ভারতীয়দের কানাডামুখী হওয়া নাকি সেই দেশের জন্য আখেড়ে অনেকটাই উন্নতি নিয়ে এসেছে।

স্বাভাবিক ভাবে ভারতীয় কর্মসূত্রে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কানাডার দিকে ঝোঁক একটু বেশিই। প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় কর্ম ও পড়াশোনার খাতিরে ওই দেশে পাড়ি দেন। যদিও সাম্প্রতিক কালে কানাডার সঙ্গে সাউথ ব্লকের একটু সম্পর্কের অবনতি ঘটেছে বললেই চলে। কিন্তু তাতে যে ভারতীয়দের কানাডায় পাড়ি দেওয়ায় কোনও প্রভাব পড়েছে এমনটাও নয়।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই পোস্টে ওই ব্যক্তি লিখছেন, গত দুসপ্তাহ ধরে আমি টরোন্টোতেই ছিলাম। প্রায় কয়েক দশক পর আমি আবার সেখানে গিয়েছিলাম। একটা ব্যাপার দেখে খুব অবাক হই, ভারতীয়রা কানাডার অর্থনীতিকে একটা নতুন মাইলেজ দিয়েছে।

তাঁর সংযোজন, ভারতীয়রা কাজের ক্ষেত্রে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও পরিশ্রমী। অন্তত আমেরিকার থেকে তো ভাল। সেখানে কিছু বোকা লোকজন উচ্চ পর্যায়ে বসে শুধু ছড়ি ঘোরান। আমি বুঝতে পারি, ওই সাদা চামড়ার লোকেদের ক্ষেপে যাওয়ার কারণ রয়েছে। এই রকম পরিশ্রমী মানুষরা কানাডায় এসে ভিড়েছেন, এই সমাজের জন্য কাজ করছেন। এটা ওদের পছন্দ নয়।