India Pakistan Tensions: ‘সাম্প্রদায়িক হিংসা তৈরির চেষ্টা চালাচ্ছে…’, পাকিস্তানের বিরুদ্ধে তোপ বিদেশ সচিবের

MEA Hold Press Conference on India-Pakistan Conflict: সেখানেই পাকিস্তানের তৈরি করা ভুয়ো খবরের জট ধরে ধরে কাটলেন দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রি। এদিন তিনি বলেন, কোণঠাসা হয়ে গোটা বিশ্বের কাছে মিথ্যে তথ্য তুলে ধরছে পাকিস্তান।

India Pakistan Tensions: সাম্প্রদায়িক হিংসা তৈরির চেষ্টা চালাচ্ছে..., পাকিস্তানের বিরুদ্ধে তোপ বিদেশ সচিবের
বিদেশ সচিব বিক্রম মিস্রিImage Credit source: নিজস্ব চিত্র

|

May 09, 2025 | 6:16 PM

নয়াদিল্লি: শুক্রবার বিকালে ভারত-পাকিস্তান যুদ্ধ আবহ নিয়ে সাংবাদিক বৈঠকে বসলেন বিদেশমন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। সেখানেই পাকিস্তানের তৈরি করা ভুয়ো খবরের জট ধরে ধরে কাটলেন দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রি। এদিন তিনি বলেন, কোণঠাসা হয়ে গোটা বিশ্বের কাছে মিথ্যে তথ্য তুলে ধরছে পাকিস্তান।

তিনি আরও বলেন, ‘গত রাতে পাকিস্তান যে হামলা চালিয়েছে, সেই সম্পর্কে দেশের জনগণ জ্ঞাত। ভারতীয় সেনাও তাদের মোক্ষম জবাব দিয়েছে। তবে পাকিস্তান বারংবার দাবি করেছে, ওরা কোনও ধর্মীয় স্থানে আক্রমণ চালায়নি। উল্টে ভারতীয় সেনাবাহিনীর দিকে অভিযোগ তুলে বলেছে, আমরা নাকি অমৃতসরের নানা জায়গায় হামলা চালিয়ে, ওদের দিকে দোষ ঠেলছি। কিন্তু গোটাটাই ভুয়ো। কাশ্মীরের পুঞ্জের একটি গুরুদ্বারে এই সময় হামলা চালায় পাকিস্তান। যার জেরে ওই ধর্মীয় স্থানের এক প্রধানের মৃত্য়ু হয়।’

তাঁর সংযোজন, ‘শুধুই পুঞ্জ নয়। ভারতের একাধিক এলাকাতেও হামলা চালিয়েছিল পাকিস্তান। এমনকি, ওরা কোণঠাসা হয়ে ভারতের বিরুদ্ধে আরও একটি ভুয়ো অভিযোগ করে। পাকিস্তানের দাবি, ভারত নাকি তাদের দেশের অন্দরে থাকা গুরুদ্বারে হামলা চালিয়েছে। আসলে ওরা গোটা ব্যাপারটাকে একটা সাম্প্রদায়িক হিংসার রূপ দিতে চাইছে।’

উল্লেখ্য, এদিনের বৈঠকে বিদেশসচিব বিক্রম মিস্রি ছাড়াও উপস্থিত ছিলেন সেনার দুই মহিলা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। সাংবাদিক বৈঠক থেকে কর্নেল কুরেশি জানান, ‘রাত আটটা থেকে ৯টার মধ্যেই সবথেকে বেশি হামলার চেষ্টা করে পাকিস্তান। পশ্চিমী সেনা ঘাঁটিগুলিতে সবথেকে বেশি হামলার চেষ্টা। বারবার বায়ুসীমা পার করার চেষ্টা করে পাক বায়ু সেনা। ৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলারও চেষ্টা হয়েছে। কিন্তু, সিংহভাগ ক্ষেত্রেই সমস্ত ড্রোনকে ভেঙে গুড়িয়ে দিতে সমর্থ হয় ভারতীয় সেনা।’