India’s GDP Growth: সিটবেল্ট লাগিয়ে বসুন, ২০২৭-এই ভারতের অর্থনীতি ছাপিয়ে যাবে জার্মানিকেও!

GDP: ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তথ্য অনুযায়ী, বিগত এক দশকে ভারতের জিডিপি-তে ৭৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। জিডিপির এই বৃদ্ধির উপরে ভর করেই বর্তমানে ভারত বিশ্বের প্রথম পাঁচ অর্থনীতির তালিকায় চলে এসেছে।

Indias GDP Growth: সিটবেল্ট লাগিয়ে বসুন, ২০২৭-এই ভারতের অর্থনীতি ছাপিয়ে যাবে জার্মানিকেও!
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

Mar 24, 2025 | 10:07 AM

নয়া দিল্লি: জিডিপি-তে মাইলফলক তৈরি করল ভারত। মাত্র ১০ বছরেই দেশের গ্রস ডমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি দ্বিগুণ হয়ে গেল। ২০১৫ সালে যেখানে ভারতের জিডিপি ছিল ২.১ ট্রিলিয়ন ডলার, সেখানেই ২০২৫ সালে দেশের জিডিপি ৪.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছল।

অর্থনীতিতে বিরাট মাইলফলক তৈরি করেছে ভারত। ১০ বছরে ১০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিডিপি, যা বিশ্বের বড় বড় অর্থনীতির কাছেও চমকপ্রদ। আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তথ্য অনুযায়ী, বিগত এক দশকে ভারতের জিডিপি-তে ৭৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। জিডিপির এই বৃদ্ধির উপরে ভর করেই বর্তমানে ভারত বিশ্বের প্রথম পাঁচ অর্থনীতির তালিকায় চলে এসেছে। ২০২৫ সালেই জাপানকে টপকে যাবে ভারত। এমনকী, মাত্র ২ বছরেই, ২০২৭ সালের মধ্যে জার্মানির অর্থনীতিকেও ছাপিয়ে যেতে পারে।

ভারতের এই সাফল্য় নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, “এই অবিশ্বাস্য সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলপ্রসূ নেতৃত্ব এবং তাঁর সরকারে প্রচেষ্টার ফল। লাভজনক অর্থনীতি, কাঠামোগত পরিবর্তন এবং বাণিজ্যিক পদ্ধতি সহজ করার ফলেই আজ মোদী সরকার ভারতকে বিশ্বের দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতিতে পরিণত করেছে। স্বাধীনতার পর এই সাফল্য আগে কোনও সরকার পায়নি। এতে শুধু ভারতের অর্থনৈতিক বৃদ্ধিই হচ্ছে না, একইসঙ্গে গ্লোবাল পাওয়ারহাউসগুলিকেও ছাপিয়ে গিয়েছে।”