জয়পুর: ‘আম্মার ক্যান্টিন’-এর পর চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। ৫ টাকাতেই ভাত, ডাল, সবজি, ডিম-সহ পেট ভর্তি খাবার পাওয়া যায় ‘মা ক্যান্টিন’ (Ma Canteen)-এ। এবার ৮ টাকায় মিলবে পেট ভর্তি খাবার। চালু হচ্ছে ‘ইন্দিরা রসুই’। শহরের পর এবার রাজস্থানের বাসিন্দাদের জন্য ‘ইন্দিরা রসুই’ (Indira Rasoi) চালু করতে চলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ঠাকুমা ইন্দিরা গান্ধীর নামেই এই বিশেষ প্রকল্প চালু করছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। তবে তিনি ব্যক্তিগতভাবে নয়, রাজস্থানের কংগ্রেস সরকারের তরফেই এই প্রকল্প চালু হতে চলেছে।
রাজস্থানের প্রদেশ কংগ্রেস মুখপাত্র ইন্দিরা রসুই চালু করার কথা ঘোষণা করেছেন। তিনি জানান, রাজস্থানের টঙ্ক জেলার ঝিলাই গ্রামে একটি জনসভা করবেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সেই সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজস্থানের কংগ্রেসের ইন-চার্জ সুখজিন্দার সিং রান্ধাওয়া, রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা-সহ অন্যন্য নেতৃবৃন্দ। সেই জনসভা থেকেই প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ইন্দিরা রসুই প্রকল্পের সূচনা করবেন।
গেহলট সরকারের তরফে অবশ্য বৃহস্পতিবারই ইন্দিরা রসুই প্রকল্পের সূচনা করা হয়েছে। রাজস্থান কংগ্রেসের মুখপাত্র জানান, এখনও পর্যন্ত ইন্দিরা রসুই প্রকল্প শহরে কার্যকর করা হয়েছে। এবার গ্রামেও এটা চালু করা হবে। ৮ টাকায় পেট ভর্তি খাবার পাবে জনগণ। দরিদ্র মানুষদের সম্মানের সঙ্গে দু-বেলা পেটভর্তি খাবার দিতেই এই প্রকল্প চালু করেছে অশোক গেহলটের সরকার।
৮ টাকার ইন্দিরা রসুইয়ের মেনুতে কী থাকছে?
জানা গিয়েছে, ৮ টাকার ইন্দিরা রসুইয়ের মেনুতে থাকছে চাপাটি, ডাল, সবজি, আচার আর পাঁপড় ভাজা।
ইন্দিরা রসুইয়ের খাবার পাওয়ার জন্য কোনও পরিচয়পত্র বা শংসাপত্র লাগবে না। রাজ্যের দরিদ্র জনগণকে পেটভর্তি খাবার দিতেই বিশেষ ভর্তুকি দিয়ে ইন্দিরা রসুই প্রকল্পের সূচনা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্দিরা রসুই প্রকল্পের সূচনা করে অশোক গেহলটের সরকার।