নয়া দিল্লি: বিশ্বের প্রথম গর্ভনিরোধক, যা ইঞ্জেকশনের মাধ্যমেই পুরুষের শরীর প্রবেশ করানো যাবে, তার ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে ফেলল ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। জার্নালে প্রকাশিত তথ্য়ে দাবি করা হয়েছে, ওই গর্ভনিরোধক পুরোপুরি নিরাপদ, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাও নেই। ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে ২৫ থেকে ৪০ বছর বয়সি মোট ৩০৩ জনের ওপর এই পরীক্ষা করা হয়েছে।
দেশের মোট পাঁচটি জায়গায় এই ট্রায়াল সম্পন্ন হয়েছে। সেই তালিকায় রয়েছে নয়া দিল্লি, উধমপুর, লুধিয়ানা, জয়পুর ও খড়গপুর। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া অনুমোদন দেওয়ার পরই এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়।
ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে আসেন অনেক দম্পতিই। কেউ কেউ ইউরোলজি বিভাগে গিয়ে ভ্যাসেকটমি সার্জারি করাতে চান। এমন ৩০৩ দম্পতিকে চিহ্নিত করা হয়েছিল এই সমীক্ষার জন্য। সমীক্ষার পর উল্লেখ করা হয়েছে, ওই ৩০৩ জন বিবাহিত পুরুষের শরীরে ৬০ গ্রাম গর্ভনিরোধক ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়। এটি ব্যবহার করলে সন্তান ধারনের সম্ভাবনা ৯৯.০২ শতাংশ কমবে বলে উল্লেখ করা হয়েছে।
গবেষকরা আরও উল্লেখ করেছেন, অন্যান্য গর্ভনিরোধকের তুলনায় এই গর্ভনিরোধকের ক্ষমতা সর্বাধিক। গবেষকরা এই গর্ভনিরোধকের নাম দিয়েছেন Reversible Inhibition of Sperm under Guidance (RISUG)। আগামিদিনে এই গর্ভনিরোধকের ব্যাপক হারে বাড়বে বলেই মনে করছেন গবেষকরা। আর এটি সফলভাবে ব্যবহার করা সম্ভব হলে, বিশ্বের মধ্যে নজির গড়বে ভারত।
বর্তমানে বাজারে নানা ধরনের গর্ভনিরোধক আছে। ওষুধের আকারে পুরুষ বা মহিলারা যা গ্রহণ করেন, তার পার্শ্বপ্রতিক্রিয়া সবসময় এড়িয়ে যাওয়ার মতো নয়। সে কারণেই এই ইঞ্জেকশন বেছে নিতে পারেন দম্পতিরা। তবে এই গর্ভনিরোধকের প্রভাব ঠিক কতদিন থাকবে, তা এখনও জানা যায়নি।