কোচি: আরব সাগরে আরও এক সাফল্য পেল ভারতীয় যুদ্ধজাহাজ। জলদস্যুদের হামলা প্রতিহত করে আরও একটি জাহাজকে রক্ষা করল ভারতীয় নৌবাহিনী। এবার ইরানের পতাকাধারী একটি ভেসেল-সহ ইরান ও পাক নাগরিকদের জলদস্যুদের হাত থেকে রক্ষা করল ভারতীয় নৌজাহাজ আইএনএস শারদা। খবরটি নিশ্চিত করে ভারতীয় নৌবাহিনীর তরফে টুইট করা হয়েছে।
কোচি ডিফেন্স পিআরও-র তরফে জানানো হয়েছে, গত ৩১ জানুয়ারি সোমালিয়ার পূর্ব উপকূলে ইরানের পতাকাধারী এফভি ওমারি নামে মাছ ধরার একটি ভেসেল অপহরণ করে জলদস্যুরা। শুক্রবার ভোরে সেই ভেসেলটি উদ্ধার করতে যায় আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস শারদা। অবশেষে এদিন সন্ধ্যায় ইরানিয়ান ভেসেলটি উদ্ধার করে আইএনএস শারদা। ওই ভেসেলের ক্রু সদস্য ছিলেন ১১ জন ইরানের নাগরিক ও ৮ জন পাক নাগরিক। তাঁদের সকলকেই উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল জানিয়েছেন।
#IndianNavy foils another #Piracy attempt along East coast of Somalia.#FVOmari, an Iranian 🇮🇷 Flagged Vessel, had been boarded by seven pirates who had taken the crew as hostages.
Information regarding piracy attempt on Fishing Vessel was monitored on 31 Jan 24.
Indian Naval… pic.twitter.com/h0pm6gHRWr— PRO Defence Kochi (@DefencePROkochi) February 2, 2024
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই আরব সাগরে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে জলদস্যুরা। সেই জলদস্যুদের মোকাবিলায় আরব সাগরে রণতরী পাঠিয়েছে ভারত। তারপর গত ২৪ জানুয়ারি ও ৩০ জানুয়ারি ভারতীয় রণতরীর সহায়তায় উদ্ধার হয়েছে তিনটি পণ্যবাহী জাহাজ ও ভেসেল। প্রথমদিন লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা ‘এমভি লিলা নরফো’ নামক পণ্যবাহী জাহাজটি জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ। এরপর এমভি ইমান ও এআই নইমি নামে আরও দুটি ভেসেল উদ্ধার করে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ৩৬ ঘণ্টার মধ্যেই এই দুটি ভেসেল উদ্ধার করে আইএনএল সুমিত্রা। দুটি ভেসেলের ১১ জন পাক নাগরিক-সহ ১৮ জন জন ক্রু সদস্যকেও উদ্ধার করা হয়।