AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metro Thief: লুকিয়ে থাকে মেট্রোর সুড়ঙ্গে, ঝোপ বুঝে মারে কোপ! কুখ্যাত সেই গ্যাংকেই ধরল পুলিশ

Metro Thief: দেশের যে সকল শহরে মেট্রো চলে। সেখানেই এরা জাল বিস্তার করে। লক্ষ্য রাখে, কোথায় এখনও মেট্রো রেলের সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে। তারপরই কষে ছক। চলতি বছরে গুজরাটে IPL খেলা শুরুর আগেও চুরি করতে সুড়ঙ্গে নেমেছিল এরা।

Metro Thief: লুকিয়ে থাকে মেট্রোর সুড়ঙ্গে, ঝোপ বুঝে মারে কোপ! কুখ্যাত সেই গ্যাংকেই ধরল পুলিশ
প্রতীকী ছবিImage Credit: Getty Image | Meta
| Updated on: Jun 07, 2025 | 8:56 PM
Share

আহমেদাবাদ: একাধিক রাজ্যে বিস্তার করা জাল। লুঠ করেছে লক্ষ লক্ষ টাকার সামগ্রী। এবার সেই কুখ্যাত ডাকাত-বাহিনীকেই ধরল পুলিশ। শনিবার, দিল্লির খেকড়া গ্যাংয়ের চার সদস্যকে গুজরাটের গান্ধীনগর থেকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

দেশের যে সকল শহরে মেট্রো চলে। সেখানেই এরা জাল বিস্তার করে। লক্ষ্য রাখে, কোথায় এখনও মেট্রো রেলের সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে। তারপরই কষে ছক। চলতি বছরে গুজরাটে IPL খেলা শুরুর আগেও চুরি করতে সুড়ঙ্গে নেমেছিল এরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন খেকড়া গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৮.৩ লক্ষ টাকা মেট্রো কেবিল-সহ চার জনকে হাতেনাতে গ্রেফতার করে গান্ধীনগর থানা। বাজেয়াপ্ত করা হয়েছে ৩৬৮ কেজির তামার তার, ১৩০ কেজির প্লাস্টিক কেসিং ও বেশ কিছু মোবাইল ফোন।

ধৃতদের নাম মুশারফ ইরশাদ মুলেজাত, রশিদ ইশাক ইসমাইল ঢোবি, রশিদ আব্দুল আজিজ শাবির আনসারি ও ইরশাদ মাজিদ আলামহের মালিক। গত ২রা জুন এই চারজন IPL শুরুর আগে পুরনো কোবা মেট্রোর সুড়ঙ্গে ঢুকে পড়ে ১৭ লক্ষ টাকার মেট্রো তার চুরি করে। তবে এই চার জনকে ধরেই কিন্তু ক্ষান্ত থাকছে না পুলিশ। খেকড়া গ্যাংয়ের মোট ১৫ জন সদস্য। অধরা এখনও ১১জন। যারা ছড়িয়ে ছিটিয়ে গোটা দেশে।