বিয়ে মানেই সুনামি! মণ্ডপেই পাত্রকে সতর্কবার্তা পুরোহিতের, ভিডিয়ো ভাইরাল
বিয়ের মন্ত্র পড়তে পড়তেই পাত্রকে বলে উঠলেন, বিয়ে ব্য়াপারটা বেশ জটিল। আজকে তো মজা হচ্ছে, কিন্তু কয়েকদিন পরেই এই বিয়ে একেবারে সুনামি হয়ে উঠবে।

সেজে উঠেছে বিবাহবাসর। মণ্ডপে জ্বলে উঠেছে যজ্ঞের আগুন। পাত্র-পাত্রীও তৈরি বিয়ের জন্য। ঠিক তখনই বোমা ফাটালেন পুরোহিত। পাত্রকে এমন এক সতর্কবার্তা দিলেন, যা শুনে হেসে কুপোকাত বিয়ে বাড়ির লোকজন!
কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন পুরোহিত। বিয়ের মন্ত্র পড়তে পড়তেই পাত্রকে বলে উঠলেন, বিয়ে ব্য়াপারটা বেশ জটিল। আজকে তো মজা হচ্ছে, কিন্তু কয়েকদিন পরেই এই বিয়ে একেবারে সুনামি হয়ে উঠবে। রাতের আকাশে যে তারা দেখে মজা পাও, সেই তারাই এবার সারাদিন ধরে চোখে দেখবে।
পুরোহিতের এই ভিডিয়ো এখন সুপারহিট সোশাল সাইটে। নেটিজেনরা তো এই ভিডিয়ো দেখে পুরোহিতকে কুর্নিশ জানিয়েছে। ঝড়ের বেগে শেয়ার হচ্ছে এই ভিডিও।
View this post on Instagram





