Internet Service Disrupted: সমুদ্রের তলায় ভয়ঙ্কর ‘বিপর্যয়’, অচল লাখ লাখ ফোন-কম্পিউটার! কী হল?

Fiber Cable cut in Red Sea: ইন্টারনেট অবসারভেটারি নেটব্লকসের দাবি, ফাইবার কেবল কেটে দেওয়ার কারণেই এই সমস্যা হয়েছে। এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে যে কীভাবে এই মোটা তার ছিঁড়ল? ফাইবার কেবল ছিঁড়ে গিয়েছে নাকি কেটে দেওয়া হয়েছে?

Internet Service Disrupted: সমুদ্রের তলায় ভয়ঙ্কর বিপর্যয়, অচল লাখ লাখ ফোন-কম্পিউটার! কী হল?
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 08, 2025 | 9:39 AM

নয়া দিল্লি: বিশ্বজুড়ে ব্যাহত ইন্টারনেট পরিষেবা। ভারত, পাকিস্তান- সহ দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য প্রাচ্য এমনকী দক্ষিণ ইউরোপের একাংশেও ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেয়েছে। হঠাৎ কেন এই ইন্টারনেটের সমস্যা? শোনা যাচ্ছে, লোহিত সাগরের (Red Sea) নিচে একাধিক ফাইবার কেবল (Fiber Cable) কেটে দেওয়া হয়েছে।

ইন্টারনেট অবসারভেটারি নেটব্লকসের দাবি, ফাইবার কেবল কেটে দেওয়ার কারণেই এই সমস্যা হয়েছে। এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে যে কীভাবে এই মোটা তার ছিঁড়ল? ফাইবার কেবল ছিঁড়ে গিয়েছে নাকি কেটে দেওয়া হয়েছে?

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, সংযুক্ত আরব আমিরশাহিতেও ইন্টারনেটে ব্যাপক সমস্যা হচ্ছে। সৌদি আরবের জেড্ডার কাছে কেবল সিস্টেমে ফেলিওরের কারণে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছে নেটব্লকস।

সমুদ্রের নিচে পাতা তারের মাধ্যমেই বিশ্বের একাধিক দেশে ইন্টারনেট পরিষেবা সরবরাহ হয়। এই সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে টাটা গ্রুপ। দুর্ঘটনায় তার ছিঁড়েছে নাকি কেউ কেটেছে- সে নিয়ে ধন্দ রয়েছে এখনও। প্রাকৃতিক কোনও কারণে যেমন এই বিপত্তি ঘটতে পারে, তেমনই জাহাজের নোঙরের আঘাতে বা অন্য কারণে সমুদ্রের নীচে থাকা ফাইবার কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সন্দেহ,ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে এই কাণ্ড ঘটাতে পারে হুথি বিদ্রোহীরা।

জঙ্গিদের নিশানায় রয়েছে, সমুদ্রের নিচে যোগাযোগের পরিকাঠামো। প্রভাবিত জায়গায় ইন্টারনেটের গতি কমেছে।মধ্য প্রাচ্যে ইন্টারনেট পরিষেবায় ঘাটতির কথা জানিয়ে আগাম সতর্ক করে রেখেছে মাইক্রোসফট। তারাও জানিয়েছে, লোহিত সাগরে একাধিক ফাইবার কেবল কেটে গিয়েছে।