চণ্ডীগঢ়: শনিবার পঞ্জাবের (Punjab) জলনধর (Jalandhar) থেকে গ্রেফতার করা হল খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh)। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালেই অমৃতপাল সিংকে গ্রেফতার জন্য অভিযান চালায় পুলিশ। সারাদিনব্যাপী অভিযান চালিয়ে অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে আজ সকালেই তাঁর ৬ সহযোগীকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে বলে এনডিটিভি প্রতিবেদন সূত্রে খবর। তারপরই দুপুরের দিকে ‘ওয়ারিস পঞ্জাব দে’-র প্রধান অমৃতপাল সিংকে জলনধরের নাকোদার থেকে গ্রেফতার করা হয়।
এনডিটিভি-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, অমৃতপালের গ্রাম জল্লাপুর খাইরাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। এদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, ১৮ মার্চ দুপুর ১২ টা থেকে আগামিকাল দুপুর ১২ টা পর্যন্ত পঞ্জাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। এদিকে এই পরিস্থিতির মধ্যে, পঞ্জাব পুলিশ রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছিলেন।
এদিকে পঞ্জাবের মন্ত্রী তথা আপ নেতা বলবীর সিং জানিয়েছেন, অমৃতপাল সিংয়ের গ্রেফতার প্রমাণ করে রাজ্যে আইন ও শৃঙ্খলা কতটা প্রতিষ্ঠিত। সংবাদ সংস্থা এএনআই তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে, “আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। আমাদের নিজের কেউ হোক বা অন্য কেউ, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন আইনেরে কাজ করবে। কোনও বৈষম্য নেই।”