AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actress Ranya Rao Arrested: বাবা IPS, লাস্যময়ী অভিনেত্রীর গায়ে হাত দিতেই বেরিয়ে এল….উল্টে গ্রেফতার অভিনেত্রীই!

Gold Smuggling: অভিনেত্রী ঘনঘন দুবাই যাতায়াত করতেন। সেই থেকেই তাঁর উপরে নজর ছিল। বিগত ১৫ দিনে ৪ বার দুবাই যাতায়াত করায়, সন্দেহ আরও বাড়ে। আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিনেত্রীর পরিচয় এবং তার চেনাজানা মানুষদের হাতিয়ার করেই কাস্টমস বা শুল্ক বিভাগের নজর এড়ানোর চেষ্টা করেছিলেন অভিনেত্রী।

Actress Ranya Rao Arrested: বাবা IPS, লাস্যময়ী অভিনেত্রীর গায়ে হাত দিতেই বেরিয়ে এল....উল্টে গ্রেফতার অভিনেত্রীই!
গ্রেফতার অভিনেত্রী।Image Credit: Instagram
| Updated on: Mar 05, 2025 | 12:46 PM
Share

বেঙ্গালুরু: সোনা পাচার করতে গিয়ে ধৃত নামকরা অভিনেত্রী। মঙ্গলবার বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কন্নড় অভিনেত্রী রান্য রাওকে। তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার হয়েছে। ১৪ দিনের হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, কন্নড় অভিনেত্রী সোমবার রাতে দুবাই থেকে এমিরেটসের বিমানে ফিরছিলেন। বেঙ্গালুরু বিমানবন্দরে নেমে তিনি প্রায় কাস্টম পার করেই ফেলেছিলেন, এমন সময় তদন্তকারীরা তাঁকে আটক করে। অভিনেত্রীর সারা গায়ে বিপুল পরিমাণে সোনা ছিল। তল্লাশি চালিয়ে তাঁর জামাকাপড়ের ভিতর থেকে বেশ কিছু সোনার বার পাওয়া যায়। ব্রিফকেসেও আরও সোনা মেলে। সব মিলিয়ে প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও সোনা উদ্ধার হয়েছে বলেই খবর।

সূত্রের খবর, অভিনেত্রী ঘনঘন দুবাই যাতায়াত করতেন। সেই থেকেই তাঁর উপরে নজর ছিল। বিগত ১৫ দিনে ৪ বার দুবাই যাতায়াত করায়, সন্দেহ আরও বাড়ে। আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিনেত্রীর পরিচয় এবং তার চেনাজানা মানুষদের হাতিয়ার করেই কাস্টমস বা শুল্ক বিভাগের নজর এড়ানোর চেষ্টা করেছিলেন অভিনেত্রী।

দুবাই থেকে বেঙ্গালুরুতে অবতরণের পর কাস্টম যখন প্রথম অভিনেত্রীকে আটক করে, তখন অভিনেত্রী রান্য বলেন যে তিনি কর্নাটকের ডিজিপির মেয়ে। স্থানীয় পুলিশেও ফোন করেন তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। পুলিশ ও ডিআরআই খতিয়ে দেখছে যে সৎ বাবার আইপিএস পরিচয় খাটিয়ে এতদিন ধরে সোনা পাচার করছিলেন কি না। এই কাজে তিনি একা যুক্ত নাকি অন্য কেউও শাগরেদ রয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।  সাম্প্রতিক সময়ে এটাই সবথেকে বড় সোনা বাজেয়াপ্ত অভিযান।