IRCTC অ্যাপে বড় পরিবর্তন, টিকিট বাতিল করলেই ফেরত টাকা
মোবাইল অ্যাপে অনলাইনে সহজেই কাটা যাবে টিকিট। আর ক্যানলেস করলেই ফেরত চলে আসবে টাকা (Mony)।
নয়াদিল্লি: এবার থেকে আর দু-তিন দিন সময় লাগবে না। IRCTC অ্যাপে ট্রেনের টিকিট কাটার পরে সেই টিকিট যদি ক্যানসেল করেন তাহলে সঙ্গে সঙ্গেই ফেরত পেয়ে যাবেন টাকা। এই খবরে খুশি গ্রাহকরা। মোবাইল অ্যাপে অনলাইনে সহজেই কাটা যাবে টিকিট। আর ক্যানলেস করলেই ফেরত চলে আসবে টাকা।
কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ভারতের অংশ হিসাবে IRCTC অ্যাপে ২০১৯ সালে চালু হয়েছিল। তারপর এই অ্যাপে বেশ জনপ্রিয় হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হয়েছে IRCTC অ্যাপে। এবার থেকে এই অ্যাপে IRCTC iPay সুবিধা পাওয়া যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন হবে।
www.irctc.co.in-এ গিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। IRCTC অ্যাপ মোবাইলে ডাউনলোড করে রাখা যাবে। ট্রেনযাত্রার প্রয়োজন হলেই কাজে লাগবে এই অ্যাপে। IRCTC অ্যাপে ঢুকে টেনের নম্বর, প্যাসেঞ্জার ডিটেলস দিয়ে ব্যাঙ্ক ট্র্যান্সফারের মাধ্যমে কাটা যাবে রেলের টিকিট।
আরও পড়ুন: পুলিশি হেফাজতে মৃত ৪৫ বছর বয়সী মহিলা, এলাকায় চাঞ্চল্য