Bharat Darshan: খুব কম খরচেই দর্শন করতে পারবেন সাত জ্যোতির্লিঙ্গ, বিশেষ ট্রেন আইআরসিটিসির
Bharat Darshan: ভারত দর্শন ট্রেনে গিয়ে ঘুরে দেখতে পারবেন ওঙ্কারেশ্বর, উজ্জয়িনী, অহমেদাবাদ, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ, শিরডি, ভীমশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, গ্রীষ্নেশ্বর, কেবড়িয়া।
নয়া দিল্লি: প্রায় দেড় বছর হতে চলল ঘরবন্দি মানুষ। করোনা (COVID-19) সংক্রমণের বাড়বাড়ন্তে এতগুলো মাস ঘরেই কাটছে সময়। বিশেষ করে যাঁরা বেড়াতে যেতে ভালবাসেন, তাঁদের একেবারে দমবন্ধকর পরিস্থিতি। তবে সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট অনেকটাই কমেছে। সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। সেই দিকটা মাথায় রেখেই বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিল ভারতীয় রেল। যার নাম দেওয়া হয়েছে ‘ভারত দর্শন’। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC) আগামী অগস্টেই এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ থাকবে, থাকবে সাত জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগও।
আগামী ২৪ অগস্ট ‘ভারত দর্শন স্পেশাল টুরিস্ট ট্রেন’ নামে এই বিশেষ ট্রেন যাত্রা করবে। প্রায় দু’ সপ্তাহের সফর সেরে ট্রেন ফিরবে ৭ সেপ্টেম্বর। লখনউ, গোরক্ষপুর, দেবরিয়া, বারাণসী, জোনপুর সিটি, সুলতানপুর, কানপুর ও ঝাঁসি থেকে ট্রেনে ওঠার সুযোগ পাবেন যাত্রীরা। পুরো সফরের জন্যই থাকবে প্যাকেজের ব্যবস্থা। জন প্রতি খরচ পড়বে ১২ হাজার ২৮৫ টাকা।
আরও পড়ুন: Special Train: সোমবার থেকেই বাড়ছে স্টাফ স্পেশাল, শিয়ালদহ-হাওড়া মিলিয়ে ১৫০টি অতিরিক্ত ট্রেন
ভারত দর্শন ট্রেনে গিয়ে ঘুরে দেখতে পারবেন ওঙ্কারেশ্বর, উজ্জয়িনী, অহমেদাবাদ, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ, শিরডি, ভীমশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, গ্রীষ্নেশ্বর, কেবড়িয়া। গুজরাতের স্ট্যাচু অব ইউনিটিও দেখার সুযোগ পাবেন। সফরে দিনে তিন বার করে খাবার দেবে আইআরসিটিসি। তবে সবটাই নিরামিষ খাবার। তা ছাড়া নন এসি ডর্মেটরি বা ধর্মশালায় থাকারও ব্যবস্থা করা হবে রেলের তরফেই। স্থানীয় ভ্রমণের জন্য থাকবে বাসের ব্যবস্থা।
কী ভাবে হবে টিকিট বুকিং?
IRCTC-এর ওয়েবসাইট www.irctctourism.com-এ গিয়ে টিকিট বুক করতে পারবেন। এ ছাড়া হেল্পলাইন নম্বর ৮২৮৭৯৩০৯০৮, ৮২৮৭৯৩০৯০৯, ৮২৮৭৯৩০৯১০, ৮২৮৭৯৩০৯১১ (8287930908, 8287930909, 8287930910, 8287930911) নম্বরে ফোন করেও বুকিং সংক্রান্ত বিষয়ে জানতে পারেন।