AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update Today: এক ঝটকায় ডুবে যেতে পারে বাংলাদেশ! ফুঁসছে ভারতের উত্তর

Weather Update Today: এখনও পর্যন্ত যতক্ষণ আটকে রাখা সম্ভব, ততক্ষণ পর্যন্ত ওই বিপুল জলরাশিকে আটকে রাখছে তিস্তা ব্যারেজ। কিন্তু জলের তোড় এতই যে মাঝে মধ্যে আলগা হয়ে যাচ্ছে বাঁধন।

Weather Update Today: এক ঝটকায় ডুবে যেতে পারে বাংলাদেশ! ফুঁসছে ভারতের উত্তর
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: May 31, 2025 | 10:42 PM
Share

কলকাতা: গর্জন করছে তিস্তা। একদিকে জল বাড়ার ভয়ে যখন ডিভিসির সঙ্গে বৈঠক-পরামর্শ সাড়ছে রাজ্য। সেই আবহেই অন্য় বিপদ ফুঁসছে তিস্তার তলপেটে। শঙ্কার আকাশ সিকিম-সহ উত্তরবঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিকিমের পাহাড়ে চলছে তুমুল বৃষ্টিপাত। যার জেরে একটু একটু করে বাড়তে শুরু করেছে তিস্তার জলস্তর।

এখনও পর্যন্ত যতক্ষণ আটকে রাখা সম্ভব, ততক্ষণ পর্যন্ত ওই বিপুল জলরাশিকে আটকে রাখছে তিস্তা ব্যারেজ। কিন্তু জলের তোড় এতই যে মাঝে মধ্যে আলগা হয়ে যাচ্ছে বাঁধন। ইতিমধ্যে দফায় দফায় সেই বাঁধন হারিয়ে প্রচুর জল ছাড়া হয়েছে তিস্তা ব্যারেজ থেকে।

এবার সেই আবহেই জারি হয়েছে হলুদ সতর্কতা। শনিবার দুপুরে তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। বৃষ্টির জেরে ক্রমশ যদি বাড়তে থাকে তিস্তার জল, তবে শঙ্কার মেঘ কিন্তু জমবে পড়শি দেশেও। এক ঝটকায় ডুবে যেতে পারে সীমান্ত লাগোয়া একাধিক গ্রাম।

উল্লেখ্য, মরসুমের প্রথমেই তিস্তার ভয়াবহ রূপ দেখছে সিকিমবাসী। তিস্তার রোষে ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে উত্তর সিকিমের চুংথাং এলাকা। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা আবহবিদদের। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। কাল সকাল থেকে শুরু হবে বৃষ্টিপাত। ৫ জেলায় রয়েছে অতি ভারী বৃ্ষ্টির সম্ভবনা। প্রভাব পড়বে সিকিম-ভুটানেও।