বাইক চালকের জন্যই এমন বীভৎস দুর্ঘটনা? সামনে যে ফুটেজ এল…চমকে যাবেন

Andhra Pradesh Bus Tragedy: শনিবার মধ্য রাতে কুর্নুলে একটি ভলভো বাসের সঙ্গে সংঘর্ষ হয় বাইকের। বাসের নীচে ঢুকে যায় বাইকটি। এরপরই বাসে আগুন ধরে যায়। নিমেষেই তা গোটা বাসে ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী কাচ ভেঙে বাস থেকে বেরতে পারলেও, ৪০ জন যাত্রীর মধ্যে অধিকাংশই বের হতে পারেননি। বাসের ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ১৯ জন যাত্রীর। 

বাইক চালকের জন্যই এমন বীভৎস দুর্ঘটনা? সামনে যে ফুটেজ এল...চমকে যাবেন
বাস দুর্ঘটনার আগের মুহূর্ত।Image Credit source: X

|

Oct 25, 2025 | 6:22 PM

কুর্নুল: অন্ধ্র প্রদেশের বাস দুর্ঘটনার জন্য দায়ী বাইক চালক? সামনে এল দুর্ঘটনার আগের মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ, যা দেখে নানা প্রশ্ন উঠে আসছে। শুক্রবার অন্ধ্র প্রদেশের কুর্নুলে বাস দুর্ঘটনায় পুড়ে মৃত্যু হয় ১৯ জন যাত্রীর। আহত আরও অনেকে। ইতিমধ্য়েই বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বাসের চালক যাত্রীদের ফেলে রেখে পালিয়ে গিয়েছিলেন।

শনিবার মধ্য রাতে কুর্নুলে একটি ভলভো বাসের সঙ্গে সংঘর্ষ হয় বাইকের। বাসের নীচে ঢুকে যায় বাইকটি। এরপরই বাসে আগুন ধরে যায়। নিমেষেই তা গোটা বাসে ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী কাচ ভেঙে বাস থেকে বেরতে পারলেও, ৪০ জন যাত্রীর মধ্যে অধিকাংশই বের হতে পারেননি। বাসের ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ১৯ জন যাত্রীর।

ভাইরাল সিসিটিভি ভিডিয়োয় দেখা গিয়েছে, শিব শঙ্কর নামক যে বাইক চালক, যার সঙ্গে বাসের ধাক্কা লেগেছিল, সে  ২৪ অক্টোবরে রাত ২টো ২৩ মিনিট নাগাদ, দুর্ঘটনাস্থলের কিছুটা আগেই একটি পেট্রোল পাম্প থেকে বের হচ্ছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইকে প্রথমে দুইজন ছিলেন, তারা এসে পেট্রোল পাম্পের কর্মীদের খোঁজ করছিলেন। কিছুক্ষণ পরে ওই বাইক চালক আবার ফিরে আসেন। বাইক থেকে নেমে তিনি কোথাও যান। তারপরই এসে এক হাতে বাইক ঘুরিয়ে দেন এবং টলোমলো অবস্থায় বাইক নিয়ে বেরিয়ে যান।  ভিডিয়ো দেখেই আন্দাজ করা হচ্ছে যে বাইক চালক মদ্যপ ছিলেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাইকটির ফুয়েল ক্যাপ খোলা ছিল। বাসের নীচে ঢুকে যায় বাইকটি। সেখান থেকেই কোনওভাবে স্পার্ক হয়ে বা জ্বালানি লিক করে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় বাসে।

বাসের চালক মিরিয়ালা লক্ষ্ণমায়া (৪২) প্যাসেঞ্জার ডোর দিয়েই লাফ দিয়ে পালিয়ে যান। তিনি সহকারী চালককেও ডেকে তোলেন। তারা লোহার রড দিয়ে জানালা ভেঙে কয়েকজন যাত্রীকে বাস থেকে বের হয়ে আসতেও সাহায্য করেন, কিন্তু আগুন বাড়তেই চালক পালিয়ে যান। পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ওভার-স্পিডিং ও অবহেলার অভিযোগে ভারতীয় ন্যয় সংহিতার ১২৫(এ) এবং ১০৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।