Punjab: পাকিস্তানের নিশানায় ভারতের এই গ্রাম! মিলল মিশাইলের টুকরো

Punjab: চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অমৃতসরের মাখন উইন্ডির জেঠুওয়াল গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে আচমকা তাঁরা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা।

Punjab: পাকিস্তানের নিশানায় ভারতের এই গ্রাম! মিলল মিশাইলের টুকরো
ভারতীয় সেনা জওয়ানরা কীভাবে তৈরি হচ্ছেন?Image Credit source: PTI

May 08, 2025 | 3:05 PM

নয়া দিল্লি: রাত তখন একটা বা দু’টো। আচমকাই পঞ্জাবের বাসিন্দারা শুনলেন এক বিস্ফোরণের শব্দ। বাড়ির বাইরে বেরিয়ে এলেন তাঁরা। দেখলেন রাতের আকাশে তীব্র আলো। আর তার পরপরই বন্ধ হল বিদ্যুৎ। কী হয়েছে…কী হয়েছে… এই নিয়ে তখন আলোচনা তুঙ্গে। পরে এলাকাবাসী অনুমান করলেন, নিশ্চয়ই পাকিস্তান ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। এরপর বৃহস্পতিবার সকাল হতে সত্য সামনে এল।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অমৃতসরের মাখন উইন্ডির জেঠুওয়াল গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে আচমকা তাঁরা বিস্ফোরণের শব্দ শুনতে পান। দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। ভয়ে একে অন্যকে ফোন করতে শুরু করেন এলাকাবাসী। খবর দেয় স্থানীয় থানায়। দ্রুত পুলিশ আসে সেখানে। খবর পেয়ে আসেন সেনার একটি দলও। এরপর আজ সকালে দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছেন ভাঙা মিসাইলের একটা অংশ।

আইনজীবী জসবিন্দর সিং বলেন, “রাত ১টা থেকে ২টোর মধ্যে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কী ঘটেছে তা পরীক্ষা করার জন্য যখন আমরা বাইরে বের হই। আকাশে আলোকিত কিছু বস্তু দেখতে পাই।” তিনি আরও বলেন, “বিস্ফোরণের শব্দ শুনে আমি ঘুম থেকে উঠেছিলাম। শীঘ্রই, পরিবারের অন্যান্য সদস্য এবং শহরের আত্মীয়স্বজনরা ফোন করতে শুরু করেন।” তবে পঞ্চাব পুলিশ এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি।